অনলাইন ডেস্ক, ১ জানুয়ারি।। আদিবাসীদের দীর্ঘ ইতিহাসকে যুক্ত করে জাতীয় সঙ্গীত পরিবর্তন করল অস্ট্রেলিয়া। নতুন বছরের প্রথম দিন থেকে দেশটির মানুষ নতুন জাতীয় সঙ্গীত গাইবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বলা হয়, বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘোষণায় বিষয়টি জানান।মূলত আগের জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হয়েছে। আদিবাসীদের ইতিহাসের সঙ্গে সঙ্গতি রেখে বাদ দেওয়া হয়েছে কিছু শব্দ।
জাতীয় সঙ্গীতে অস্ট্রেলিয়াকে এখন আর ‘নবীন এবং মুক্ত’ বলে আখ্যা দেওয়া হবে না। নতুন জাতীয় সঙ্গীতে দেখা গেছে দেশটির আদিবাসীদের দীর্ঘ ইতিহাসের প্রতিফলন।ঘোষণাটি নাগরিকদের অবাক করে দিলেও এমন পদক্ষেপের জন্য প্রশংসিত হয়েছে সরকার।প্রধানমন্ত্রী মরিসন জানান, এ পরিবর্তন ঐক্যবদ্ধ শক্তি তৈরি করবে বলে তিনি আশা করেন।১৮ শতকে শ্বেতাঙ্গ ব্রিটিশ সেটেলাররা অস্ট্রেলিয়ায় কলোনি গড়ার আগে এটি ছিল লাখ লাখ আদিবাসীদের ভূখণ্ড।
এ বছরের শুরুতে নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সরকার প্রধান দেশের জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, জাতীয় সঙ্গীতের শব্দগুলো অস্ট্রেলিয়ার প্রথম জাতিগুলোর সংস্কৃতিকে উপেক্ষা করে।
নতুন জাতীয় সঙ্গীত নিয়ে প্রধানমন্ত্রী মরিসন বলেন, ‘একটি জাতি হিসেবে যে দূরত্ব আমরা অতিক্রম করেছি তার স্বীকৃতি দেয় এটি। ৩০০ এরও বেশি পূর্বসূরি ও ভাষাগোষ্ঠীকে স্বীকৃতি দেয় এবং বিশ্বের বুকে অন্যতম বহু-সাংস্কৃতিক জাতি আমরা।’