সাংবাদিক নিগ্রহ : পুলিশ সুপারকে ডেপুটেশন দিলেন সহকর্মীরা

নতুন প্রতিনিধি, বিশালগড়, ৪ জানুয়ারি৷৷ মধুপুর থানার ওসি কর্তৃক সাংবাদিক আশীষ মিঞাকে নিগ্রহ করে তারই বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সিপাহীজলা জেলার সাংবাদিকরা আজ জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু নারায়ন চক্রবর্তীর কাছে ডেপুটেশনে মিলিত হয়েছেন৷ ডেপুটেশনকালে মধুপুর থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক আশীষ মিঞা কর্তৃক দায়ের করা মামলায় থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সাংবাদিকদের তরফে দাবি জানানো হয়৷ পুলিশ সুপার শ্রী চক্রবর্তী জানান ঘাটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ এটা কাম ছিল না৷ ঘটনাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে মহকুমা পুলিশ আধিকারিককে৷ আগামীকালের মধ্যে তিনি রিপোর্ট দেবেন৷ এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস্ত করেছেন নিতিন৷ সাংবাদিক প্রতিনিধিদলের তরফে ওই দিনের ঘটনার বিস্তারিত রিপোর্ট পুলিশ সুপারের কাছে তুলে ধরা হয়েছে৷ এছাড়া পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক যাতে আগামী দিনেও ববজায় থাকে এবং অ বজায় রাখতে সকলে সচেষ্ট থাকেন এ বিষয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়৷ পুলিশ সুপার নিজেও বলেছেন এটি একটি ব্যতিক্রমী ঘটনা৷ আগামীদিনে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয় তারজন্য পুলিশ ও প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি৷ পুলিশ সুপারের ভূমিকায় সাংবাদিক প্রতিনিধিদলের তরফে এদিন সন্তোষ প্রকাশ করা হয়েছে৷ বিশ্বামগঞ্জ এসপি অফিসে অনুষ্ঠিত আলোচনাকালে উপস্থিত ছিলেন জেলার ডেপুটি পুলিশ সুপারও৷ অন্যদিকে সাংবাদিক প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন বিশালগড় প্রেসক্লাব ও সোনামুড়া মহকুমার প্রবীণ সাংবাদিকরা ও টিডব্লিউজে এর দুজন রাজ্য নেতৃত্ব৷ পরবর্তী সময়ে সাংবাদিক প্রতিনিধিদলটি বিশালগড় মহকুমা আদালতে গিয়ে এই মামলায় গ্রেপ্তার একজনের জামিন এবং সাংবাদিক আশীষ মিঞার বাইক আদালত থেকে ছাড়িয়ে নিয়ে আসার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়৷ তাছাড়া উদয়পুর প্রেসক্লাবের তরফেও ডেপুটেশন দেয়া হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?