২০২১-এ আর বড় বিপদের মুখে পড়বে বিশ্ব, ভবিষ্যতবাণী নস্ত্রাদামুসের

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। ২০২০ তীব্র আতঙ্কের মধ্যেই কাটিয়েছে গোটা  বিশ্ব। সকলেই তাকিয়েছিল ২০২১-এর দিকে। মনে মনে একটাই প্রার্থনা ছিল নতুন বছর যেন ভাল কাটে। কিন্তু ২০২১ ভাল কাটবে এমনটা মনে করার কোনও কারণ নেই। বিশেষ করে ফ্রান্সের ভবিষ্যত বক্তা নস্ত্রাদামুস যে ভবিষ্যতবাণী করে গিয়েছেন তাতে মানুষের মনে আতঙ্ক আরও বাড়ছে।নস্ত্রাদামুস বলে গিয়েছেন, ২০২০-র থেকে ২০২১ আরও খারাপ হবে। ফ্রান্সের এই ভবিষ্যত বক্তা বলে গিয়েছেন, ২০২১- এ গোটা বিশ্ব একটি ভয়ঙ্কর দুর্ভিক্ষের মুখোমুখি হবে।

বিশ্বের জনসংখ্যার একটি বড় অংশ এই দুর্ভিক্ষের হাত থেকে রেহাই পাবে না। ২০২১-এ সৌরজগৎ ধ্বংসের মুখোমুখি হবে। যাতে পৃথিবীর চরম ক্ষতি হবে। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা উদ্বেগের কারণ হবে। সম্পদের জন্য লড়াই করবে গোটা বিশ্ব। নস্ত্রাদামুস আরও বলে গিয়েছেন, ২০২১-এ পৃথিবীকে আঘাত করবে একটি ধুমকেতু। এই আঘাত ভূমিকম্প এবং অন্য অনেক প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হবে। পৃথিবীর কক্ষপথের প্রবেশের পর একটি গ্রহাণু মারাত্মক আকার নেবে। আকাশে এই দৃশ্যটি ‘গ্রেট ফায়ার’- এর মত হবে।

নস্ত্রাদামুস আরও বলে গিয়েছেন, ২০২১-এ রাশিয়া এক মারণ ভাইরাস তৈরি করবে। যা মানুষের পক্ষে খুবই বিপদজনক হবে। উল্লেখ্য, নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন ২০২১-এ একটি বিশাল ধুমকেতু পৃথিবীকে আঘাত করবে। নাসার বিজ্ঞানীরা বলেছেন, এই গ্রহাণুটির শক্তি ১৯৪৫-এ হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও ১৫ গুন বেশি হবে। নস্ত্রাদামুস আগেই ২০২০-কে মহামারীর বছর হিসেবে উল্লেখ করেছিলেন। এই পরিস্থিতিতে ২০২১-কেও আর নিরাপদ বলা যাচ্ছে না। এখন পর্যন্ত নস্ত্রাদামুসের বেশিরভাগ ভবিষ্যতবাণী সঠিক বলেই প্রমাণ হয়েছে। তাই তাঁর ভবিষ্যতবাণী অনুযায়ী ২০২১ সাল ২০২০-র থেকেও খারাপ হবে। এ কারণে মানুষের মনে নতুন করে আতঙ্ক বাসা বেধেছে। তবে শেষ পর্যন্ত কী হবে তা সময়ই বলবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?