বর্ষবরণের রাত বিছানায় শুয়ে কাটান, বার্তা মুম্বই পুলিশের

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর।। হোটেল বা রেস্তোরাঁয় জমায়েত নয়। সমুদ্র সৈকতে হুল্লোড় নয় বরং বর্ষবরণের রাতটা বিছানায় শুয়ে কাটান। ইংরেজি নববর্ষের প্রাক্কালে এই বার্তা দিল মুম্বই পুলিশ। টুইটারে মুম্বই পুলিশের এই বার্তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। করোনাজনিত পরিস্থিতিতে এর আগেও একাধিকবার মুম্বই পুলিশ বিভিন্ন ধরনের বার্তা দিয়েছে। ওই সমস্ত বার্তা জনগণের মঙ্গলের পক্ষে উপযুক্ত হওয়ায় তা নেটিজেনদের প্রশংসা পেয়েছে। মুম্বই পুলিশের নতুন এই বার্তাও নেটিজেনরা লাইক করছেন। উল্লেখ্য, দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। যথারীতি এই রাজ্যে মৃতের সংখ্যাও সর্বাধিক। সে কারণে রাজ্যের উদ্ধব ঠাকরে সরকার কড়া হাতে করোনা পরিস্থিতি মোকাবিলা করছে।

ইতিমধ্যেই মুম্বইয়ে জারি করা হয়েছে নাইট কারফিউ। ৫ জানুয়ারি পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে মুম্বইতে। রাজ্যে করোনা পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। তাই বর্ষবরণের রাতে বাঁধনছাড়া মেলামেশার কারণে সংক্রমণ যাতে নতুন করে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখছে প্রশাসন। মুম্বই পুলিশ এদিন টুইট করে বলেছে, বাড়িতে বিছানায় শুয়েই ৩১ ডিসেম্বর রাত কাটান। বিছানায় শুয়ে-বসেই বর্ষবরণ উদযাপন করুন। সেই সঙ্গে বিছানার একটি ছবিও পোস্ট করেছে মুম্বই পুলিশ। মুম্বাই পুলিশ টুইট করে জানিয়েছে, byob  অর্থাৎ be in your own bedroom ।

অন্যদিকে রাজ্য সরকার আগেই জানিয়ে দিয়েছে, বর্ষবরণের রাতে কোন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। মুম্বই শহরের বিভিন্ন এলাকার উপর নজর রাখতে প্রায় ৩৫ হাজার পুলিশকর্মী দায়িত্বে রয়েছেন। রেস্তোরাঁ, হোটেল, ও নাইট ক্লাবগুলিতেও কড়া বিধি নিষেধ জারি করা হয়েছে। সমুদ্র সৈকতে যাওয়ার অনুমতি দেওয়া হলেও সেখানেও মানুষকে সামাজিক দূরত্ববিধি বজায় রেখে চলার জন্য অনুরোধ করেছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোথাও এই এক সঙ্গে চার জনের বেশি মানুষ থাকতে পারবেন না।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?