নতুন প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি।। আইপিএফটি-র কেন্দ্রীয় কমিটি ও গণ সংগঠনগুলির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জানুয়ারী সকাল ১০ টা থেকে অনির্দিষ্ট কালের জন্য গনতান্ত্রিক পদ্ধতিতে গন অবস্থান সংগঠিত করা হবে খুমুলুঙে। এই গণঅবস্থানে ৩৫ টি বিভাগীয় কমিটি পালা করে অংশ নেবে। তবে শহর আগরতলা নয়। তাদের এই অনির্দিষ্ট কালের জন্য গন অবস্থান সংগঠিত হবে এডিসি-র সদর দপ্তর খুমুলুঙ- এর ডুকমালী এলাকায়। এই বিষয়ে শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আই পি এফ টি-র মুভমেন্ট কমিটির কনভেনার শুক্লা চরণ নোয়াতিয়া। সেদিন অনির্দিষ্টকালের জন্য চলা গন অবস্থানের সূচনা করবেন আইপিএফটি-র সভাপতি এন সি দেববর্মা। উপস্থিত থাকবেন মন্ত্রী তথা কেন্দ্রীয় কমিটির সম্পাদক মেবার কুমার জমাতিয়া। সমস্ত নেতৃত্বরা এই কর্মসূচীতে অংশ নেবে। এডিসি এলাকাকে নিয়ে তিপ্রাল্যান্ড গঠন , সি এ এ – যাতে রাজ্য কার্যকর না করা হয় ও এন আর সি- অতিদ্রুত রাজ্যে কার্যকর করার দাবিতে এই অনির্দিষ্ট কালের জন্য গণঅবস্থান সংগঠিত করা হবে বলে জানান তিনি।