অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে গিয়ে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। তাঁর বিরুদ্ধে শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ এনেছে শিখদের সর্বোচ্চ সংগঠন অকাল তখত। জানা গিয়েছে, বুধবার পঞ্জাবের আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সিধু। সেসময় তাঁর পরণে ছিল একটি শাল।
সেই শালেই ‘ওমকার’-সহ শিখদের নানা ধর্মীয় প্রতীক আঁকা ছিল। অকাল তখতের প্রশ্ন, কেন ওই শাল পরেছেন সিধু? এটা শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের সমান। ক্ষমা চাইতে হবে সিধুকে। এই খবর জানতে পেরে অবশ্য, ক্ষমা চেয়ে নিয়েছেন সিধু। টুইটে তিনি জানান, ‘শ্রী অকাল তখতই সর্বোচ্চ। যদি অজান্তে একজনও শিখের ভাবাবেগে আঘাত দিয়ে থাকি, ক্ষমা চাইছি। আমিও একজন শিখ। গর্বের সঙ্গেই ওই শাল পরেছিলাম। কারও ভাবাবেগে আঘাত দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না’।