করোনার মিউট্যান্ট স্ট্রেনকেও প্রতিরোধ করতে পারবে ভ্যাকসিন, আশ্বাস স্বাস্থ্যমন্ত্রকের

অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু এরই মধ্যে করোনার নতুন মিউট্যান্ট ভাইরাস বা ব্রিটেন স্ট্রেন উদ্বেগে ফেলেছে সরকারকে। আমজনতার মনে প্রশ্ন উঠেছে, করোনার ভ্যাকসিন কি নতুন এই স্ট্রেনকে প্রতিরোধ করতে পারবে? মানুষের এই উদ্বেগ নিরসন করতে এদিন মুখ খুলল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হল, করোনার যে সব ভ্যাকসিন আবিষ্কার হয়েছে সেগুলি ব্রিটেন স্ট্রেনকেও প্রতিরোধ করতে পারবে। তাই মানুষের চিন্তার কোনও কারণ নেই। কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক উপদেষ্টা কে বিজয় রাঘবন বুধবার বলেন, করোনার নতুন স্ট্রেন মিউট্যান্ট অর্থাৎ জিনের বদল ঘটিয়েছে।

এই ভাইরাস অনেক বেশি সংক্রামক। খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এই নতুন স্ট্রেনকেও প্রতিরোধ করতে পারবে ভ্যাকসিন। দেশে যে সমস্ত ভ্যাকসিন তৈরি হয়েছে সেগুলি এই মিউট্যান্ট ভাইরাসের উপর সমানরকম কার্যকর। তাই মানুষের অযথা দুশ্চিন্তার কোনও কারণ নেই। রাঘবন এদিন আরও বলেন, ব্রিটেন স্ট্রেনের দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা অনেক বেশি। সে কারণেই এই ভাইরাস অনেক বেশি সংক্রামক। করোনার যে সমস্ত ভ্যাকসিন আবিষ্কার হয়েছে তাতেই এই নতুন স্ট্রেনকে প্রতিরোধ করা যাবে। নতুন স্ট্রেন নিয়ে মানুষের অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এই স্ট্রেন সংক্রামক হলেও প্রতিরোধের উপায় হিসেবে বিভিন্ন বিধিনিষেধ মেনে চললেই কাজ হবে।

অর্থাৎ করোনা প্রতিরোধ করতে সরকার যে সমস্ত বিধিনিষেধ জারি করেছিল সেগুলি আরও কঠোর ভাবে পালন করতে হবে। তাহলেই এই নতুন স্ট্রেনকেও ঠেকানো যাবে। নতুন স্ট্রেন যাতে কোনওভাবেই ছড়িয়ে না পড়ে সেদিকে আগে নজর দিতে হবে। দেশে ইতিমধ্যেই নতুন এইচ স্ট্রেনের হদিশ মিলেছে। দেখা যাচ্ছে যাদের শরীরে এই নতুন স্ট্রেনের দেখা মিলেছে তারা প্রায় সকলেই ব্রিটেন থেকে ফিরেছেন। তাই ওই সমস্ত মানুষকে আরও সতর্ক থাকতে হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?