অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। গত কয়েকদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল ১৬ হাজারে। যা ইতিবাচক মনেই মনে করছিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু ব্রিটেনের নয়া স্ট্রেন দেশে ঢুকে পড়ার পরই নয়া আতঙ্ক শুরু হয়েছে। মঙ্গলবার ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে নয়া স্ট্রেনের হদিশ মিলেছিল। বুধবার সেই সংখ্যাটা পৌঁছে গেল ২০-তে। এদিন ২০ জনের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। কলকাতাতেও একজন সংক্রমিত হয়েছেন। এছাড়াও, দিল্লিতে ৯, বেঙ্গালুরুতে ৭, হায়দরাবাদে ২ এবং পুণের ল্যাবে একজনের শরীরে করোনার নতুন স্ট্রেনের হদিশ মিলেছে।জানা যাচ্ছে, করোনার এই নতুন প্রজাতির থাবা বসিয়েছে ত্তরপ্রদেশের মেরঠের ২ বছরের শিশুর শরীরে।
পরিবারের সঙ্গে ব্রিটেন থেকে সম্প্রতি উত্তরপ্রদেশের মেরঠে ফিরেছিল ২ বছরের শিশুটি। প্রসঙ্গত, ব্রিটেন থেকে ফেরার পর ওই পরিবারের মোট চারজনের করোনা পরীক্ষা করা হয়েছিল। তাঁদের প্রত্যেকের রিপোর্টই পজিটিভ আসে। নতুন স্ট্রেনের বিষয়টি নিশ্চিত করতে তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্স করানোর জন্য দিল্লি পাঠানো হয়। চারটি নমুনার মধ্যে বাচ্চাটির শরীরে নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে। এদিকে ওই পরিবার আক্রান্ত হওয়ার মেরঠের টিপিনগর থানা এলাকার সন্ত বিহার এলাকাটি সিল করে দেওয়া হয়েছে।
এছাড়া অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, ব্রিটেন ফেরত এক মহিলার শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। এখনও পর্যন্ত ২০ জনের শরীরে ওই স্ট্রেনের সংক্রমণ মিললেও কোনও ঝুঁকি না নিয়ে দেশে রোজ নতুন করোনা আক্রান্তদের অন্তত পাঁচ শতাংশের নমুনার জিনোম সিকোয়েন্স করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পাশাপাশি নতুন স্ট্রেন যে ভাবে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে তাতে উদ্বিগ্ন কেন্দ্র ৩১ ডিসেম্বরের পরেও ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার কথা ভাবছে।