অভিভূত গাভাসকার, ঘরে ঢুকে মারলাম অস্ট্রেলিয়াকে, টুইট করলেন বিগ-বি

অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। কঠিন সময়ে ওই ১১২ রানের ইনিংস যে ভারতীয় দলের জয়ের পথে ফেরার বার্তা স্পষ্ট করে দিয়েছিল, তা মেনে নিচ্ছেন সুনীল গাভাসকার। প্রাক্তন ভারত অধিনায়ক সাফ জানিয়ে দিচ্ছেন, মেলবোর্নে অজিঙ্ক রাহানের ওই সেঞ্চুরি ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা হিসাবে বরাবরের জন্য চিহ্নিত হয়ে থাকবে। সানি বলেছেন, “আমি বিশ্বাস করি, রাহানের এই সেঞ্চুরি ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচিত হবে। রাহানে শুধু ওর দৃঢ়চেতা মানসিকতার পরিচয়ই দেয়নি, অ্যাডিলেডে ৩৬ রানে অলআউট হয়ে যাওয়ার পরে ও প্রতিপক্ষকে বার্তা দিতে চেয়েছে যে, ভারতীয় দলকে খাটো নজরে দেখার কোনও কারণ নেই।

ভারতীয় দল এত সহজে মাথা নত করে সেই হারকে মেনে নেবে না। রাহানে একাই গোটা দলের সেই বার্তা দিয়েছে। আমার কাছে এটা অন্যতম সেরা ইনিংস হয়ে থাকবে।” শচীন তেন্ডুলকর টুইট করেছেন, “বিরাট কোহলি, ইশান্ত শর্মা এবং মহম্মদ শামিকে বাদ দিয়ে এমন একটা টেস্ট জয় বিরাট প্রাপ্তি। যে দৃঢ়তা এবং লড়াকু চরিত্রের পরিচয় দিয়েছে ভারতীয় দল, সেটা দেখে আমি অভিভূত। ওরা প্রথম টেস্টে হারের স্মৃতি মন থেকে ঝেড়ে ফেলে ঝাঁপিয়ে পড়েছিল। অনবদ্য জয়। টিম ইন্ডিয়াকে অনেক, অনেক অভিনন্দন।” বিরাট কোহলি টুইট করেন, “কী দুর্দান্ত জয়! অবিশ্বাস্য। সতীর্থ এবং বিশেষ করে রাহানের জন্য দারুণ আনন্দ হচ্ছে। এই জায়গা থেকেই আমাদের আবার নতুন শক্তি অর্জন করে এগিয়ে যেতে হবে।” অমিতাভ বচ্চন টুইট করেন, “ইয়ায়ায়ায়ায়ায়া….দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারত।

বোলা থা না ম্যায়নে! সেটব্যাক কা জবাব কমব্যাক সে দেঙ্গে। দে দিয়া….উনকে ঘরমে ঘুসকে….অভিনন্দন টিম ইন্ডিয়া।” ইশান্ত শর্মা টুইট করেছেন, “মেলবোর্নে ভারতের দাপুটে জয়। তোমরা অসাধারণ খেলেছ। দুর্দান্ত প্রত্যাবর্তন। এটাকেই বলে দলীয় সংহতি। পরের টেস্টেও এই ছবি দেখতে চাই।” প্রাক্তন ভারত অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত টুইট করেছেন, “দুর্দান্ত জয়। অজিঙ্ক রাহানের নেতৃত্বের প্রশংসা করতেই হবে। এটাকেই বলে সামনে থেকে দলকে চালনা করা। আবারও বলছি, টেস্ট ক্রিকেটে ভারতীয় বোলিং ব্রিগেডের কোনও তুলনা চলে না। বর্ডার-গাভাসকার ট্রফি নতুন করে প্রাণ ফিরে পেল।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?