অঙ্কুশের কোলে ঐন্দ্রিলা, বেড়াতে গিয়ে দুষ্টু-মিষ্টি ছবি শেয়ার করলেন অঙ্কুশ

অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। করোনা মহামারির জেরে ২০২০-এর অধিকাংশ সময় নষ্ট হয়েছে। মানুষজন ঘরে থাকতে বাধ্য হয়েছেন। তবে পরিস্থিতির সামান্য উন্নতি হতেই বেড়াতে চলে গিয়েছেন মানুষ। ক্রিসমাস থেকে শুরু করে নিউ ইয়ার একেবারে যথার্থ সময় ভ্যাকেশনের! আর এই সময়কে কাজে লাগিয়ে রোজকার একঘেয়ে জীবন থেকে বেরিয়ে খানিক ভ্যাকেশন মোডে চলে গিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। সম্প্রতি হিমাচল প্রদেশে ছুটি কাটাচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। বরফে মোড়া পাহাড়ি রাজ্যে ছুটি কাটাতে পাড়ি দিয়েছে টলিউডের এই জনপ্রিয় জুটি।

নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে অঙ্কুশ, ঐন্দ্রিলা ছবি শেয়ার করেন তাঁদের বিভিন্ন মুহূর্তের। এরপরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। হিমাচল প্রদেশে গিয়ে একে অপরের সঙ্গে ভালবাসায় মোড়ানো ছবি শেয়ার করেন তাঁরা। ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেই হিমাচল প্রদেশে পাড়ি দেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। কলকাতা বিমানবন্দরে পৌঁছেই বান্ধবী ঐন্দ্রিলা সেনকে নিয়ে বেড়াতে যাওয়ার ছবি শেয়ার করেন অঙ্কুশ, ঐন্দ্রিলা। তবে তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কোনও আভাস দেননি। এরপরই হিমাচল প্রদেশে পৌঁছে সেখানকার শহর সোলান থেকে ছবি শেয়ার করেন তাঁরা।

হিমাচল প্রদেশে গিয়ে কখনও সোলান আবার কখনও শিমলায় গিয়ে ছবি শেয়ার করেন এই জুটি। যা দেখে তাঁদের ভক্তদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়তে শুরু করে। কখনও অঙ্কুশ-ঐন্দ্রিলা একে অপরের সঙ্গে ছবি শেয়ার করেন। সব মিলিয়ে অঙ্কুশ-ঐন্দ্রিলার বেড়াতে যাওয়ার ছবি নিয়ে তাঁদের ভক্তরা জোর কদমে আলোচনা শুরু করে দিয়েছেন। যদিও নিন্দুকেরা বলছেন, এই শিমলা ভ্রমণ প্রি-হানিমুন এই লাভ বার্ডসের। দেখে নিন অঙ্কুশ-ঐন্দ্রিলার বেড়াতে যওয়ার বিশেষ কিছু মুহূর্ত। বলা বাহুল্য, ২০২১ সালে টলিউডের যে সমস্ত জুটি বিয়ের পিঁড়িতে বসতে পারেন তাঁদের মধ্যে অন্যতম হলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের গুঞ্জন নিয়ে ইতিমধ্যেই টলিউডের হাওয়া সরগরম। যদিও অঙ্কুশ বা ঐন্দ্রিলা কেউই এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?