নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি৷৷ সীমান্তরক্ষী বাহিনী এবং শুল্ক দপ্তরের যৌথ অভিযানে বৃহস্পতিবার রাতে আমতলী থানাধীন মতিনগরের টুনু মিঞার বাড়ি থেকে একলক্ষ আটষট্টি হাজার পাঁচশত নেশাজাতীয় ইয়াবা টেবলেট এবং ২টি মারতী গাড়ি আটক করা হয়৷ আটককৃত ইয়াবা টেবলেটের হাজার মূল্য প্রায় সাড়ে আট কোটি টাকা৷ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে টুনু মিঞার মতিনগরস্থিত বাড়িটি রাত আনুমানিক ৯টা নাগাদ সীমান্তরক্ষী বাহিনী ও শুল্ক দপ্তরে কর্মীরা কর্ডন করে অভিযান চালান৷ রাতের অন্ধকারে অভিযান চালানো হয় যাতে কেউ পালিয়ে যেতে না পরে৷ দুইজন সাধারণ নাগরিকের উপস্থিতে বাড়িটিতে তল্লাসী চালিয়ে এই বিশাল সংখ্যক নেশা সামগ্রী উদ্ধার হয়৷ উল্লেখ্য টুনু মিঞা তার এক ভাতিজা ভাইপো সোহাগ মিঞার তত্তাবধানে বাড়িটি রেখে বর্তমানে বিশালগড়ে বসবাস করছে৷ উদ্ধারকৃত নেশা সামগ্রী রাজ্যের শুল্ক দপ্তরের আধিকারিকদের নিকট পরবর্তী পদক্ষেপের জন্য হস্তান্তর করা হয়েছে৷ তাছাড়াও সীমান্তরক্ষী বাহিনী এদিন বাংলাদেশ সীমান্ত থেকে এগারশ পঁয়তাল্লিশ বোতল ফেন্সিডিল, ৩১ কেজি শুকনো গাঁজা এবং তিনটি গরু সহ এক লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার করে৷ উদ্ধার করার সামগ্রী বাজার মূল্য প্রায় ১৪ লক্ষ ৬৯ হাজার ৮২৮ টাকা৷ এদিকে, বিএসএফের তরফ থেকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিগত ১ বছরের উদ্ধারকৃত সামগ্রীর তথ্য দিয়ে জানানো হয় ২০১৯ সালে বিএসএফের জওয়ানরা উদ্ধার করেছে ৩ লক্ষ ৫৯ হাজার ৫৯টি ইয়াবা টেবল্যাট৷ যার বাজার মূল্য ১৭ কোটি ৪৫ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা৷ গাঁজা উদ্ধার করা হয়েছে ১০ হাজার নয়শ ৭ কেজি, যার বাজার মূল্য ৫ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ৪০০ টাকা৷ ফেন্সিডিল উদ্ধার হয়েছে ৩৪ হাজার ৩৩৬ বোতল, যার বাজার মূল্য ৪৫ লক্ষ ৮১ হাজার ৮১৬ টাকা৷ বিলেতি মদ উদ্ধার হয়েছে ৫৭৯২ বোতল, যার বাজার মূল্য ৮ লক্ষ ৭২ হাজার ৮৮১ টাকা৷ গরু উদ্ধার করা হয়েছে ২৩৩৩ টি, যার বাজার মূল্য ১ কোটি ৭৮ লক্ষ ১২ হাজার ৩৫০ টাকা৷ মোটর সাইকেল উদ্ধার হয়েছে ৬০টি, যার বাজার মূল্য ৪৮ লক্ষ ৮ হাজার ৮৭০ টকা৷ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে ৮ কোটি ৫৪ লক্ষ ৮০ হাজার ৪৩৩ টাকা৷ ২০১৯ সালে মোট ৩৪ কোটি ২৭ লক্ষ ২১ হাজার ৭৫০ টাকার সামগ্রী উদ্ধার হয়েছে৷ প্রসঙ্গক্রমে আরও জানানো হয় চলতি বছরে এখনো পর্যন্ত ইয়াবা টেবল্যাল উদ্ধার হয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ৬২০টি, যার বাজার মূল্য ৮ কোটি ৪৮ লক্ষ ১০ হাজার টাকা৷ গাঁজা উদ্ধার হয়েছে ৪৯ কেজি যার বাজার মূল্য ১ লক্ষ ৯৫ হাজার টাকা ৷ ফেন্সিডিল উদ্ধার হয়েছে ১১৯৫ বোতল, যার বাজার মূল্য ১৮৪৩৫৩ টাকা৷ বিলেতি মদ উদ্ধার হয়েছে ১৮ বোতল যার বাজার মূল্য ২৩৪০ টাকা৷ গরু উদ্ধার হয়েছে ৩টি, যার বাজার মূল্য ১৯ হাজার টাকা৷ মোটর সাইকেল উদ্ধার হয়েছে ১টি যার বাজার মূল্য ৪০ হাজার টাকা৷ এবছর অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে ১৪ লক্ষ ৯৯ হাজার ১৬০ টাকা৷ মোট উদ্ধার হয়েছে ৮ কোটি ৬৭ লক্ষ ৪৯ হাজার ৮৫৩ টাকা৷ এছাড়া গত বছর ১৩২ জন ভারতীয়, বাংলাদেশী নাগরিক ৯২ জন৷ রোহিঙ্গা ৪১ জন এবং নাইজেরিয়ান ১ জন নাগরিককে আটক করা হয়েছে৷