উচ্চারণ নিয়ে সমালোচিত হয়ে ভেঙে পড়েছিলেন দীপিকা

অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। ২০০৭ সালে বলিউডে পা রাখেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ফারাহ্ খানের ‘ওম শান্তি ওম’ তার প্রথম ছবি। বিপরীতে শাহরুখ খান। আজ তিনি বলিউডের প্রথম সারির তারকা। কিন্তু যতটা খ্যাতি তিনি অর্জন করেছিলেন, ঠিক ততটাই বা তার থেকে বেশি অসম্মান তাকে পেতে হয়েছিল। ১৩ বছর পর এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সেই বিষয়ে মুখ খুললেন দীপিকা। ১৯ বছর বয়সে বলিউডের মতো কঠিন জগতে পা রাখাটাকে তিনি কেবল একটি মাত্র বিশেষণ দিয়ে ব্যাখ্যা করলেন। “অতি ভয়ঙ্কর!” অভিনেত্রী জানালেন, ‘‘আমি কিচ্ছু জানতাম না, বুঝতাম না।

ভীষণ অপরিচিত ‌ছিল সবটা। তবে শাহরুখ ও ফারাহ্ আমার হাত ধরে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে‌ছিলেন। সাহস জুগিয়েছিলেন। ’ কিন্তু বলিউডের অন্ধকার দিকটা তিনি চাইলেও ভুলতে পারেন না। দীপিকা জানালেন, ‘খুব কঠোর সমালোচনার মুখে পড়েছিলাম। কখনও কখনও সেটা নিষ্ঠুর হয়ে দাঁড়াত। ‘আরে ও তো মডেল! অভিনয়ে ক অক্ষর গোমাংস। ’ আমার উচ্চারণ ও অভিনয় নিয়ে খুব খারাপ মন্তব্য করা হয়। লেখালেখিও হয়।

২১ বছর বয়সে সেগুলো বড্ড আঘাত করেছিল আমায়। ’ তবে সেই ইটপাটকেলগুলোই বোধ হয় তার ভেতরে আগুনটা জ্বালিয়েছিল। আর সেগুলো মনে রেখেই নিজের প্রতিভায় শান দিয়েছিলেন তিনি। দীপিকা বললেন, ‘‘এর ফলে আমি আরও কঠোর পরিশ্রম করতে থাকি। নিখুঁত হওয়ার জন্য পাগলামি করতে থাকি। এর থেকেও গুরুত্বপূর্ণ, ব্যক্তি হিসেবেও আমি বদলাতে থাকি। ব্যর্থতাকে গ্রহণ করার ক্ষমতা বাড়ে। সমালোচনা আমাকে অনেক কিছু শিখিয়েছে। তাই বলব,  আমি আসলে সেই সমালোচনার জন্য আজ কৃতজ্ঞ। ’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?