স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৮ ডিসেম্বর।। মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৭ জন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার সকালের দিকে ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার ডলুছড়া থেকে ছৈলেংটা আসার পথে লবণছড়া এলাকায় টিআর ০৪ সি ১৭২৬ নম্বরের বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০ ফুট গভীর খাদে পড়ে যায়।
তাতে ঘটনাস্থলেই লক্ষ্মীবতি রিয়াং (১৯) নামের এক যুবতীর মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে বিন্দারায় রিয়াং (৬৫)-ও মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে ছৈলেংটা মহকুমা হাসপাতালে নিয়ে ভরতি করেন।
ওই ঘটনায় প্রায় ২৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে সঙ্গে সঙ্গে কুলাইয়ে অবস্থিত ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের ছৈলেংটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছিল।
কিন্তু অবস্থা বেগতিক দেখে আরও চারজনকে ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করে হয়েছে। এদিকে, ধলাই জেলা হাসপাতাল থেকে একজনকে আরগতলার জিবি হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক।
তাই তাঁকে আগরতলায় পাঠানো হয়েছে। আজ সংঘটিত দুর্ঘটনার জন্য চালকই দায়ী বলে আহতদের অভিযোগ। কারণ, চালক অত্যধিক যাত্রী তুলেছিলেন গাড়িতে। তাছাড়া প্রচণ্ড গতিতে তিনি গাড়ি চালাচ্ছিলেন।