স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৮ ডিসেম্বর।। ঊনকোটি জেলা হাসপাতালের প্রসূতি বিভাগের স্বাস্থ্যকর্মী সেজে এক মহিলার শ্লীলতাহানির ঘটনায় জড়িত এক যুবককে আটক করেছে কৈলাশহর থানার পুলিশ।
আটক যুবকের নাম অভি দাস।তাকে জিজ্ঞাসাবাদ করে স্বীকারোক্তিমূলক আরো দুই যুবককে আটক করার জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্তরা হলো রাজু রোধ এবং রাজু দাস।উল্লেখ্য গতকাল রাতে কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালের প্রসূতি বিভাগের ঢুকে স্বাস্থ্যকর্মী সেজে এক মহিলার শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ মিলেছে।এ ব্যাপারে সংশ্লিষ্ট পরিবারের তরফ থেকে কৈলাশহর থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কৈলাশহর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং এখন পর্যন্ত একজনকে আটক করতে সক্ষম হয়েছে এবং অপর দুজনকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।কৈলাশহর জেলা হাসপাতালে এ ধরনের কার্যকলাপ সংঘটিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন রোগী এবং রুগীর পরিবারের লোকজনেরা।