স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ডিসেম্বর।। আগরতলা উজ্জয়ন্ত স্টেট মিউজিয়ামের সামনে সোমবার অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় ।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় সরকারের কৃষি আইন এর তীব্র বিরোধিতা করেন।
তারা বলেন কেন্দ্রীয় সরকার যে কৃষি আইন প্রণয়ন করেছে তা কৃষকদের স্বার্থ বিরোধী।কৃষক স্বার্থ-বিরোধী কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে তার প্রতি ও সংগঠনের পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকার এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে দেশজুড়ে কৃষক আন্দোলন আরো তীব্র আকার ধারণ করবে বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন। শাসক দলকে একগুঁয়েমি ছেড়ে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আত্মবিশ্বাসী হতে পরামর্শ দেওয়া হয়েছে।
গণতন্ত্রের প্রতি ন্যূনতম আস্থা বিশ্বাস থাকলে কোন সরকার এ ধরনের জনস্বার্থ বিরোধী আইন প্রণয়ন করতে পারে না বলেও তারা মনে করেন।