স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ডিসেম্বর।। রাজ্যে শাসক দলের দুষ্কৃতিরা বিরোধী দলের কর্মী-সমর্থকদের বাড়িতে লুটপাট সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না। এমনটাই অভিযোগ তুলে সোমবার ডি ওয়াই এফ আই, এস এফ আই, টি এস ইউ এবং টি ওয়াই এফ যৌথভাবে সোমবার শহরে মিছিল সংঘটিত করে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনিতে পথসভা করে। পথ সভায় ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বক্তব্য রেখে বলেন, শাসক দলের পায়ের নিচের মাটি সরে যাচ্ছে।
শাসক দলের যুব মিছিলে যুবকরা অংশ নিচ্ছে না। ফলে তারা আতঙ্কগ্রস্হ হয়ে এ ধরনের সন্ত্রাসজনক ঘটনা সংগঠিত করছে। কিন্তু কড়ায়-গণ্ডায় হিসেবে রাখা হচ্ছে বলে এদিনের সভা থেকে এমনটা তিনি হুঁশিয়ারি দিলেন। পুলিশ যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে তার জন্য স্বরাষ্ট্র দপ্তরের কাছে দাবি জানান এদিনের সভা থেকে। আর পুলিশ যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে তাহলে সেসব সন্ত্রাসের অভিযুক্তদের জালে তুলতে পারবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। সভায় এছাড়া উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব, এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, টি এস ইউ কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য নেতাজি দেববর্মা সহ অন্যান্য যুব নেতৃত্বরা।
পাশাপাশি এদিন পশ্চিম জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে রাজ্য পুলিশের সদর কার্যালয়ে ডেপুটেশন প্রদান করে বাম যুব সংগঠন গুলি যৌথ উদ্যোগে। ডেপুটেশনের পর পলাশ ভৌমিক জানান, দাবি জানানো হয়েছে খয়েরপুর, রামনগর, বামুটিয়াতে যে সন্ত্রাসের ঘটনা ঘটেছে এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ তাদের গ্রেফতার করতে উদ্যোগ নিচ্ছে বলে আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।