অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। সৌদি আরবের এক আদালত দেশটির নারী অধিকার কর্মী লুজাইন আল-হাথলুলকে কারাদণ্ড দিয়েছে। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
তাকে পাঁচ বছর আট মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সৌদির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আন্তর্জাতিক মহল এই রায়ের নিন্দা জানিয়েছে। ৩১ বছর বয়সী হাথলুলকে ২০১৮ সাল থেকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। স্থানীয় প্রচার মাধ্যম জানিয়েছে, হাথলুলের বিরুদ্ধে সৌদি রাজনৈতিক ব্যবস্থা রদবদল এবং জাতীয় নিরাপত্তার ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা হাথলুলের বিরুদ্ধে আনা অভিযোগকে ভুয়া বলে অভিহিত করেছে। এছাড়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের স্থানীয় মানবাধিকার গ্রুপ ও আইন প্রণেতারা তার মুক্তির আহ্বান জানিয়েছেন।