অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটাও ছিল ব্যাটসম্যানদের। সফরকারী শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৯৬ রান করার পরও দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে ম্যাচ। রবিবার ৪ উইকেটে ৩১৭ রানে দিন শেষ করেছে দলটি। পাকিস্তানের চেয়ে আর ৭৯ রানে পিছিয়ে প্রোটিয়ারা। হাতে ৬ উইকেট।
তবে ব্যাটসম্যানদের দাপটের দিনে ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে স্বাগতিক ব্যাটসম্যান ডিন এলগারের। ১৩০ বলে ১৬ চারে ৯৫ রান করে আউট হয়েছেন তিনি। ৬৪ ম্যাচের ক্যারিয়ারে ১৩তম সেঞ্চুরি হতে পারত তার। কিন্তু শ্রীলঙ্কার পেসার দাসুন সানাকা তা হতে দেননি। দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ওপেনার ক্যারিয়ারে প্রথমবার নার্ভাস নাইনটিজের শিকার হয়েছেন।
এর আগে একবার বাংলাদেশের বিপক্ষে ১৯৯ রানে আউট হয়েছিলেন তিনি। প্রোটিয়াদের ইনিংসটা গড়ে উঠেছে এলগার-মাকরাম ১৪১ রানের উদ্বোধনী জুটির ওপর। এরপর এলগার-ভ্যান ডার ডুসেন ৫৯ রানের জুটির পর মাত্র ৪ বলের ব্যবধানে আউট হয়ে যান দুজনে। ডুসেনের ব্যাট থেকে আসে ৪২ বলে ১৫ রান।
অধিনায়ক ডি কক ১৮ রানে বিদায় নেওয়ার পর সাবেক অধিনায়ক ডু প্লেসি ও বাভুমা স্থিতি এনে দেন প্রোটিয়াদের ইনিংসে। ডু প্লেসি ফিফটি তুলে নিয়ে দিন শেষে ৫৫ রানে অপরাজিত আছেন। বাভুমা ৭৯ বলে ৪১ রানে অপরাজিত আছেন।
আগের দিনের ৬ উইকেটে ৩৪০ রান নিয়ে প্রথম ইনিংস আবার শুরু করা শ্রীলঙ্কা আর ৫৬ রান যোগ করে এদিন। ৭৯ রান করে শিরার টানে পড়া ধনঞ্জয়া ডি সিলভা আর ব্যাট করতে পারেননি। সিরিজ থেকেই ছিটকে গেছেন তিনি।