রাহানের সেঞ্চুরিতে ভারতের লিড

অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। দিনের শেষ বলটায় ট্রভিস হেডের হাত গলে পড়ল আজিঙ্কা রাহানের ক্যাচ। গালিতে ডাইভ দিয়ে ক্যাচটা মুঠোতেও নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারেননি হেড। মাঠ ছাড়ার সময় যা নিয়ে বোলার মিচেল স্টার্কের চোখে মুখে স্পষ্ট ছিল হতাশা।

অবশ্য হতাশাটা যে শুধু ওই ক্যাচের জন্য সেটি বলার উপায়-ই বা কি! দিন জুড়েই তো স্বাগতিক বোলারদের হতাশ করে গেছেন রাহানে।

কোহলির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেওয়া এই ডানহাতি তুলে নিয়েছেন সেঞ্চুরি। ভারত মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে বড় লিডের স্বপ্ন নিয়ে।

৫ উইকেটে ২৭৭ রানে দিন শেষ করেছে ভারত। দ্বিতীয় দিন শেষে সফরকারীদের লিড ৮২। ২০০ বলে ১০৪ রানে অপরাজিত আছেন রাহানে। রবীন্দ্র জাদেজার সঙ্গে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থেকে তিনি যোগ করেছেন ১০৪ রান।

১১৬ রানে ৪ উইকেট হারানো ভারতকে এই জুটিটাই আসলে বড় লিডের স্বপ্ন দেখাচ্ছে। জাদেজা ১০৪ বলে ৪০ রানে অপরাজিত আছেন।

এমন এক জুটি ভাঙতে পারলে দিন শেষে কিছুটা স্বস্তি নিয়ে ফেরা হতো অজিদের।

সেই সুযোগ হাতছাড়া হওয়াতেই আসলে অমন হতাশা ফুটে উঠেছে স্টার্কের চোখেমুখে। তা ছাড়া রাহানে ব্যক্তিগত ৭৩ রানেও একবার জীবন পান।

আগের দিনের ১ উইকেটে ৩৬ নিয়ে দিন শুরু করে ভারত। সকালের সেশনে প্যাট কামিন্স জোড়া উইকেট তুলে নেন। ফেরান শুভমান গিল (৪৫) ও চেতেশ্বর পূজারাকে (১৭)।

৬৪ রানে ৩ উইকেট পতনের পর উইকেটে আসেন রাহানে। যখন উইকেট থেকে পূর্ণ সহায়তা পাচ্ছিল বোলাররা।

৩২ বছর বয়সী রাহানে হনুমা বিহারির সঙ্গে চতুর্থ উইকেটে ৫২, পঞ্চম উইকেটে রিশভ পন্তের সঙ্গে ৫৭ রান যোগ করেন। এরপর জাদেজার সঙ্গে জুটিতে দলকে এনে দেন শক্ত ভিত।

ভারতের দ্বাদশ অধিনায়ক হিসেবে টেস্টে সেঞ্চুরি করেছেন রাহানে। অস্ট্রেলিয়ার মাটিতে এই সংস্করণে সেঞ্চুরি ছোঁয়া পঞ্চম ভারতীয় অধিনায়ক তিনি। পিতৃত্বকালীন ছুটিতে যাওয়া কোহলির অভাব এখন পর্যন্ত মোটেও বুঝতে দেননি এই ব্যাটার।

সংক্ষিপ্ত স্কোর

দ্বিতীয় দিন শেষে ভারতের ৮২ রানের লিড

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস

১৯৫/১০ (৭২.৩ ওভার) (ওয়েড ৩০, লাবুশেন ৪৮, হেড ৩৮, লায়ন ২০; বুমরাহ ৪/৫৬, অশ্বিন ৩/৩৫, সিরাজ ২/৪০)

ভারত প্রথম ইনিংস

২৭৭/৫ (৯১.৩ ওভার) (গিল ৪৫, রাহানে ১০৪, পন্ত ২৯, জাদেজা ৪০; স্টার্ক ২/৬১, ২/৭১)।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?