অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। বর্তমানে আধার কার্ড একটি অতিপ্রয়োজনীয় জিনিস। কিন্তু বহু মানুষের আধার কার্ডে ভুল রয়েছে। এই ভুল থাকায় মানুষকে বিভিন্ন জায়গায় চরম সমস্যায় পড়তে হয়। বর্তমানে ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ। নাগরিকত্বের প্রমাণ হিসেবেও এই কার্ড জরুরি। কিন্তু আধার কার্ড ভুল থাকায় তা সংশোধন করতে গিয়ে সাধারণ মানুষকে নাকানি-চোবানি খেতে হয়।
বর্তমানে বিভিন্ন আধার সেবা কেন্দ্র গিয়ে আধার কার্ড আপডেট বা সংশোধন করান মানুষ। কিন্তু এই কাজ করতে তাঁদের প্রচুর সময় নষ্ট হয়। মানুষের এই হয়রানির কথা মাথায় রেখে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে, বাড়িতে বসেই মানুষ আধার আপডেট বা সংশোধন করতে পারবেন। এ জন্য তাঁদের কোনও আধার সেবা কেন্দ্রে যেতে হবে না। বাড়িতে বসে অনলাইনেই এই কাজ ছাড়া যাবে।
আধার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন যে কোনও ব্যক্তি অনলাইনে নিজের নাম ঠিকানা-সহ যে কোনও ভুল সংশোধন বা আপডেট করতে পারবেন। তবে যে ব্যক্তি তাঁর আধার কার্ড আপডেট বা সংশোধন করবেন তাঁর ফোন নম্বরটি অবশ্যই নথিবদ্ধ থাকতে হবে। কারণ ওই ফোন নম্বরের সাহায্যেই গ্রাহকরা সংশোধন বা আপডেট করার কাজটি করতে পারবেন। এই কাজের জন্য গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওই ওটিপি এলে তবেই আধার সংশোধন বা আপডেট করা যাবে। বর্তমানে বেশিরভাগ আধার সেবাকেন্দ্রে প্রতিদিন ৩০ জন মানুষের আধার সংশোধন বা আপডেট করা হয়। তাই বহু মানুষকেই একাধিক দিন লাইনে গিয়ে দাঁড়াতে হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তে এবার সেই হয়রানির অবসান হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।