অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। আবারও ফের স্বজনহারা হল টলিউড। না ফেরার দেশে পাড়ি দিলেন পরিচালক, অভিনেতা, নাট্যকর্মী দেবীদাস ভট্টাচার্য। চলতি মাসেই মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। রবিবার শেষ জীবনযুদ্ধ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। চোখের জলে ভাসছেন সহকর্মী থেকে অনুরাগী সকলেই। কাজ ছাড়া এক মিনিট কাটাতে পারতেন না দেবীদাসবাবু। এমনকি করোনা ভাইরাসও গৃহবন্দি করতে পারেনি তাঁকে।
বিখ্যাত এক বাংলা চ্যানেলে সম্প্রচারের জন্য ‘বৃদ্ধাশ্রম ২’ নামে একটি মেগা ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। তবে মাঝে তাঁর সর্দি, কাশি হয়। সেটে যাওয়া বন্ধ করে দেন। চ্যানেল কর্তৃপক্ষের নির্দেশ মতো কোভিড টেস্ট করান। তাতেই দেখা যায় তিনি করোনা আক্রান্ত। বাড়িতেই ছিলেন সেই সময়। তবে ২ ডিসেম্বর আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দেবীদাস ভট্টাচার্যকে। তবে তাঁর স্ত্রী অনিন্দিতা সেনগুপ্তের অভিযোগ, সেখানে ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছিল না।
তাই পরিচালককে ঢাকুরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে ২৪ ডিসেম্বর থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। তাঁর ফুসফুস ঠিকমতো কাজ করাও প্রায় বন্ধ করে দেয়। ১০০ শতাংশ অক্সিজেন সাপোর্টে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরিচালকের একটি কিডনি ছিল না। তাই শারীরিক অবস্থা আরও জটিল আকার ধারণ করে। রবিবার সকালে হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হয়, পরিচালক দেবীদাস ভট্টাচার্য আর নেই। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।