অনলাইন ডেস্ক, ২৭ ডিসেম্বর।। একদিকে পাকিস্তান অন্যদিকে চিন। এই দুই প্রতিবেশী দেশ সীমান্তে নিয়মিতই অশান্তি লাগিয়ে রেখেছে। তাই সীমান্তে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। সীমান্তে নজরদারি জোরদার করতেই ইতিমধ্যেই দেশে এসে পৌঁছেছে আটটি রাফাল যুদ্ধবিমান।
এরই মধ্যে জানা গিয়েছে, জানুয়ারিতেই তৃতীয়বার আরও তিনটি রাফাল আসতে চলেছে ভারতে। তবে জানুয়ারির কোন দিন এই তিন রাফাল দেশে এসে পৌছবে সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ফ্রান্স থেকে ৩৬ টি রাফাল কিনছে ভারত। প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, ফ্রান্স থেকে সরাসরি তিনটি রাফাল গুজরাতের জামনগরে এসে পৌছবে।
ওই তিনটি রাফাল এলে সেনাবাহিনীর হাতে রাফালের সংখ্যা বেড়ে হবে ১১। ভারত ফ্রান্স থেকে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কিনছে। এর জন্য দেশের খরচ হচ্ছে ৫৯ হাজার কোটি টাকা। ইতিমধ্যেই দেশে রাফলের প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। চলতি পরিস্থিতিতে আরও তিন রাফাল দেশে এসে পৌঁছলে চিন ও পাকিস্তানের ওপর আরও চাপ বাড়বে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
লাদাখ সীমান্তে দীর্ঘদিন ধরেই চিন আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ভারত ও চিনের মধ্যে ঝামেলা বেড়েছে। এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, আরও তিন রাফাল এসে পৌঁছলে ভারতীয় সেনাবাহিনীর শক্তি নিঃসন্দেহে অনেকটাই বাড়বে।
যা প্রতিবেশী দেশ চিন ও পাকিস্তানের উপর চাপ তৈরি করেবে। ইতিমধ্যেই চিন সীমান্তে নজরদারি কাজে রাফাল নিয়োগ করা হয়েছে। জানুয়ারিতে যে তিনটি রাফাল আসছে মনে করা হচ্ছে, সেগুলি পাকিস্তান সীমান্তে মোতায়েন রাখা হবে।