২৮ ডিসেম্বর পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক যুব উৎসব পল্লীমঙ্গল স্কুলে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ ডিসেম্বর।। পশ্চিম জেলাভিত্তিক যুব উৎসব আগামী ২৮ ডিসেম্বর খয়েরপুরের পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে৷ যুব উৎসবের উদ্বোধন করবেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিধায়ক রতন চক্রবর্তী৷ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল৷

সভাপতিত্ব করবেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব৷
পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক যুব উৎসবে জেলার তিনটি মহকুমার ব্লক, নগর প’ায়েত, পুর পরিষদ ও আগরতলা পুর নিগম এলাকার ১৫ থেকে ২৯ বছর বয়সের যুবক-যুবতীরা বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন৷

যুব উৎসবে সমবেত লোক সংগীত (বাংলা ও ককবরক), সমবেত লোকনৃত্য (গাজন নৃত্য ব্যতীত), একাঙ্ক নাটক, তবলা, হারমোনিয়াম, বাঁশি, তাৎক্ষনিক বক্তৃতা, ভারত নাট্যম, মণিপুরি নৃত্য, কত্থক নৃত্য এবং হিন্দস্থানী উচ্চাঙ্গ সংগীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?