অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। সেই পুরোনো দিনের সাদাকালো টিভিতে এই বাংলায় বাংলা ছবি দেখে বেড়ে উঠেছে প্রায় অনেকই । একের পর এক জুটি মুগ্ধ o এর পরিবর্তন এসেছে পাল্টেছে চেনা মুখ। কোথাও কোথাও আবার দেখা গেছে পারিবারিক অভিনয় কে রপ্ত করে বাংলা ইন্ডাস্ট্রিতে নাম করেছে অনেক অভিনেতা , অভিনেত্রী । তেমনি একটা খুব পরিচিত নাম রাইমা সেন। সেকালের দাপিয়ে বেড়ানো সুচিত্রা সেনের নাতনি ।
টলিউড এর জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন , মা মুনমুন সেন ও দিদা সুচিত্রা সেনের অভিনয়ের ঐতিহ্য যে সগৌরিবে টিকিয়ে রেখেছে এখনো । তবে মা বা দিদার নাম ভাঙ্গিয়ে নয় বলাবাহুল্য নিজের অভিনয় দক্ষতা দিয়েই এক আলাদা পরিচিতি গড়ে তুলেছে বাংলা ইন্ডাস্ট্রিতে । রাইমা সেনের রূপের জাদুতে বাঙালি দর্শক যে কাবু তা আর বলার অপেক্ষা রাখে না । একের পর এক হিট বাংলা ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তার শেষ ছবি “দ্বিতীয় পুরুষ” । শ্রীজিৎ মুখার্জীর “বাইশে শ্রাবণ” এর সিকুয়েল এ বানানো এই ছবি ।
তার অভিনয় দক্ষতা শুধুমাত্র যে বাংলা ইন্ডাস্ট্রিতে আবদ্ধ তা কিন্তু নয় বাংলার পাশাপাশি হিন্দি ও দক্ষিনেও দাপিয়ে বেড়াচ্ছে এই বাঙালি অভিনেত্রী । গত বছর একটি তামিল সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা যায় । হিন্দি এবং বাংলা দুই ওয়েব সিরিজে রমরমিয়ে চলছে রাইমা ম্যাজিক। অভিনয়ের পাশাপাশি রাইমা সেন সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে সক্রিয় ।
অনুরাগীদের জন্য মাঝে মাঝে বিভিন্ন ফটোশুট শেয়ার করেন তিনি । সম্প্রতি রীতিমতো বোল্ড অবতারে লেন্সে ধরা দিয়েছেন রাইমা সেন । নীল শার্ট ও বিনা প্যান্ট এ ভীষণ আবেদনময়ী রূপে দেখা গেছে এই অভিনেত্রী কে ।ছবিটি ভাইরাল হতে সময় নেয় নি বেশি। তাঁর লাস্যময়ী রূপ সামনে আসাতে রীতিমতো ঘুম উড়ছে দর্শকের ।
তার প্রতিটা ছবি দর্শকের কাছে যে আলাদা একটা দাবি রাখে সেটা আর বলার প্রয়োজন হয় না তবে সমর্থনের পাশাপাশি তাকে ট্রোলের মুখেও পড়তে হয় ।কেউ কেউ ট্রোল করে বলেছে “প্যান্ট পরতে সম্ভবত ভুলে গেছেন রাইমা সেন ” সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র নিজের ছবি নয় নিজের ছবির পাশাপাশি মা বোন এদেরও ছবি শেয়ার করে থাকেন রাইমা সেন ।
সম্প্রতি জন্মাষ্টমীতে ক্যামেরাবন্দি হয়েছিলেন রাইমা সেন লাল-সাদা শাড়ি ও খোলা চুলে। ট্র্যাডিশনাল হোক বা ওয়েস্টার্ন দু’রকম অবতারে নিজে যে স্বাবলম্বী এবং মানানসই তা আরো একবার প্রমান করলেন বাংলার অভিনেত্রী রাইমা সেন।