অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। আন্দোলনরত কৃষকদের দাবিকে সমর্থন করে বিজেপি ছাড়লেন গেরুয়া দলের প্রাক্তন সাংসদ হরিন্দর সিং। পঞ্জাবের এই বিজেপি নেতা শনিবার বলেন, কৃষকদের উপর কেন্দ্রের কোনও সহানুভূতি নেই। প্রবল ঠান্ডায় দিল্লির রাজপথে কষ্ট পাচ্ছেন কৃষকরা। এদিকে বাড়িতে কৃষকদের স্ত্রী ও সন্তানরা প্রবল সমস্যায় পড়েছেন। দীর্ঘদিন পুরুষেরা বাড়ির বাইরে থাকায় সংসারে নানা রকম অসুবিধা হচ্ছে। কিন্তু তারপরেও সরকার একেবারে নির্বিকার। সরকারের এই নির্বিকার ভূমিকার প্রতিবাদ জানাতেই তিনি বিজেপি ছাড়ছেন বলে জানালেন হরিন্দর। উল্লেখ্য, দিল্লির রাজপথে ৩১ দিন ধরে ধর্নায় বসেছেন কৃষকরা। তাঁদের একটাই দাবি, মোদি সরকারকে অবিলম্বে তিন কৃষি আইন বাতিল করতে হবে।
অন্যদিকে সরকারের পাল্টা দাবি, এই তিন কৃষি আইন কৃষকদের উন্নয়নের স্বার্থেই করা হয়েছে। এই আইনগুলি কার্যকর হলে কৃষকদের স্বাধীনতা ও আয় অনেক বাড়বে। কিন্তু কৃষকদের ভুল বোঝানো হচ্ছে। সে কারণেই তাঁরা আন্দোলন করছেন। অর্থাৎ নতুন কৃষি আইন নিয়ে কৃষক এবং সরকার উভয়পক্ষই অনড় অবস্থানে রয়েছে। তাই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি। এরই মধ্যে কৃষকদের পাশে দাঁড়াতে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে শিরোমণি অকালি দল। এদিনই এনডিএ ছাড়ার কথা ঘোষণা করেছে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পর্টি।
এই পরিস্থিতির মধ্যে শুক্রবার বড়দিনে কৃষকদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ফের একবার আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন। সেই আহবানে সাড়া দিয়ে এদিন কৃষক প্রতিনিধিরা নিজেদের মধ্যে বৈঠকে বসেন। বৈঠক শেষে তাঁরা জানিয়েছেন, আগামী মঙ্গলবার কৃষক প্রতিনিধিরা সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে কৃষি আইন বাতিলের দাবিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।