অনলাইন ডেস্ক, ২৬ ডিসেম্বর।। তিন কৃষি আইন বাতিলের দাবিতে এক মাস হয়ে গেল বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। অন্যদিকে সরকারও কৃষি আইন বাতিল না করার বিষয়ে অনড় মনোভাব দেখাচ্ছে। এই পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় পরবর্তী কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসতে চলেছে প্রায় ৪০টি কৃষক সংগঠন।
শুক্রবার বড়দিনে কৃষকদের প্রতি এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের ফের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহবানের প্রেক্ষিতে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করতে শনিবার বৈঠক বসতে চলেছেন কৃষকরা।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের উদ্দেশ্যে বলেন, কিছু মানুষ কৃষকদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কৃষকদের সাহায্যের জন্যই পিএম কিষাণ প্রকল্পে আরও ১৮ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।শুক্রবার প্রধানমন্ত্রীর স্পষ্ট জানান, গোটা দেশেই নতুন কৃষি আইনকে সমর্থন করছেন কৃষকরা। কিন্তু বিরোধীরা নিজেদের আখের গুছাতে কৃষকদের ভুল বোঝাচ্ছে।
কিন্তু তাঁর সরকার কৃষকদের পাশেই আছে। কৃষকদের সঙ্গে যে কোনও সমস্যা নিয়ে আলোচনা করতে তিনি তৈরি আছেন। অন্যদিকে রাজনাথ সিং কৃষকদের কাছে অনুরোধ করেছেন, তাঁরা যেন এক বছরের জন্য নতুন এই আইন মেনে নেন।
এরপর যদি তারা দেখেন নতুন আইনে তাঁদের ক্ষতি হচ্ছে তাহলে সরকার সংশোধনী আনতে তৈরি। সরকারের এই বক্তব্যের প্রেক্ষিতে নিজের পরবর্তী কর্মসূচি ঠিক এদিন করতে বৈঠকে বসছেন কৃষক প্রতিনিধিরা।
যদিও বেশির ভাগ কৃষক সংগঠন এখনও পর্যন্ত নতুন তিন কৃষি আইন বাতিলের দাবিতে অনড়। তবে রাজনাথ সিংয়ের বক্তব্যের প্রেক্ষিতে তাঁরা বিষয়টি নিয়ে নতুন করে চিন্তাভাবনা করেন কিনা সেটাই দেখার।