অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। পাকিস্তানি পেসার শোয়েব আখতারের পুরোনো একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে তার লিপে পুরুষ কণ্ঠে ভারত দখলের বিষয়ে আশা প্রকাশ করতে শোনা গেছে।
‘পাকিস্তান আনটোল্ড’ নামের রহস্যময় একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রচার করা হচ্ছে। ১৮ ডিসেম্বর পোস্ট করা ভিডিওটিতে ‘গাজওয়া-ই হিন্দ’কে উদ্ধৃত করে পুরুষ ভয়েসে বলতে শোনা যাচ্ছে, ‘‘আমাদের ধর্মগ্রন্থে ‘গাজওয়া-ই হিন্দ’ হবে বলে উল্লেখ আছে। দুবার রক্তে লাল হয়ে উঠবে অ্যাটক নদীর পানি।
আফগানিস্তান থেকে সৈনিকদের দল অ্যাটকে পৌঁছাবে। সেনারা আসবে উজবেকিস্তান ও আরব থেকেও। তারপর আফগানিস্তান খোরসান থেকে লাহোর হয়ে কাশ্মীর দখল করবে তারা। ’’ ‘মুসলিমরা কাশ্মীর দখল করবে তারপর আমরা ভারতের দিকে যাবো, ইনশাল্লাহ।
’ভিডিওটি শেয়ার করা টুইটারটির বয়স খুব বেশি নয়। গত অক্টোবরে অ্যাকাউন্টটি খোলা হয়েছে। আর ভিডিওটিও এডিটেড মনে হচ্ছে। সেখানে ‘সামা’ টিভির লোগো দেখা গেছে। এই ভিডিও দিয়ে ভারতের শীর্ষস্থানীয় অনেক গণমাধ্যম সংবাদ প্রকাশ করলেও সত্যতা কোথাও যাচাই করা হয়নি।
শোয়েব আখতারও এখনো কোনো মন্তব্য করেননি। আইপিএল শুরু হওয়ার পর থেকে ভারত প্রসঙ্গে শোয়েবকে বেশ সাবধানী বক্তব্য দিতে দেখা যায়। অন্যদের মতো খুব একটা আক্রমণাত্মক কথা তিনি বলেন না বললেই চলে।