রবিবারই চীনা টিকার প্রথম চালান পাচ্ছে তুরস্ক

অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। তুরস্কে করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা সরবরাহ অনুমোদন করেছে চীনা কর্তৃপক্ষ। তুর্কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সি।

এর আগে বৃহস্পতিবার দেশের করোনাভাইরাস সায়েন্টিফিক অ্যাডভাইজরি কমিটির বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা বলেন, চীনা টিকার ৯১ দশমিক ২৫ ভাগ কার্যকর।

তিনি বলেন, ‘দেশে ব্যবহার করার পর সায়েন্টিফিক কমিটির মূল্যায়নের মাধ্যমে আমরা তুর্কি জনগণের ওপর এই টিকার কার্যকারিতার বিষয়ে নিশ্চিত হয়েছি। ‘ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন আত্মবিশ্বাসী যে, এই টিকা কার্যকর এবং তুর্কি জনগণের জন্য নিরাপদ। ’তিনি জানান, তুরস্কে প্রথম ধাপে ৯০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে।

দিনে প্রায় ১৫ থেকে ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। কোচা জানান, স্বাস্থ্য পেশাজীবীদের দিয়ে শুরু করে অগ্রাধিকার পাওয়া তিনটি গ্রুপকে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ অথবা অন্তত এপ্রিলের মধ্যে টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য পেশাজীবীদের সঙ্গে প্রথম দিকে টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে আমিও থাকবো।

’জানুয়ারিতে ১০ থেকে ১৫ লাখসহ মার্চের শেষ নাগাদ বায়োএনটেক থেকে ৪৫ লাখ ডোজ টিকা নেওয়ার পরিকল্পনা করছে তুরস্ক। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ হাজার ১০২ জন সংক্রমিত এবং ২৫৪ জন মারা গেছে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী। মোট সংক্রমণ ২১ লাখ আর মৃত্যু ১৯ হাজার ছাড়িয়ে গেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?