‘বিদ্রোহী’ সুদীপের মিছিলের পূর্বে রাজপথ কাঁপিয়ে মিছিল করে শক্তি দেখালেন ‘নির্যাতিতা’ সোমা

নতুন প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ রাজ্যে নারী নির্যাতন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে গর্জমান মিছিলে কাঁপল রাজধানী আগরতলা৷ স্বদলীয় বিধায়ক সুদীপ রায়বর্মণ ত্রিপুরায় নারী নির্যাতন ইস্যুতে ষড়যন্ত্র শুরু করেছেন, এই অভিযোগ এনে বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সম্পাদিকা সোমা মজুমদার আজকের মিছিলের ডাক দিয়েছিলেন৷ মিছিলে সকল অংশের মহিলা যোগদান করেছেন৷ বৃহস্পতিবারের মিছিলকে ঘিরে ঘণ্টাখানেক শহর আগরতলা অবরুদ্ধ ছিল৷ নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণ৷ কিন্তু তিনি বিরোধী দলনেতা থাকাকালীন টাটা কালিবাড়িতে চাঞ্চল্যকর নারী নির্যাতনের ঘটনায় মুখে কুলুপ এঁটেছিলেন৷ শুধু তা-ই নয়, নির্যাতনকারীদের মদতও দিয়েছিলেন তিনি৷ এই গুরুতর অভিযোগ এনে আজ সেদিনের নির্যাতিতা মহিলা বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সম্পাদিকা সোমা মজুমদার পাল্টা মিছিল ও সভার ডাক দিয়েছেন৷ সোমা মজুমদারের বক্তব্য, ত্রিপুরায় পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে নারী নির্যাতনের ঘটনা অত্যধিক ছিল৷ কিন্ত এখন বিজেপি-আইপিএফটি জোট সরকারের আমলে ক্রমশ তা হ্রাস পাচ্ছে৷ তার পরও বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণ আগামী ৩ জানুয়ারি নারী সংক্রান্ত ঘটনা রদ করতে রাজ্যের মহিলাদের স্বার্থে এক মিছিলের ডাক দিয়েছেন৷ সুদীপ রায়বর্মণের এই উদ্যোগের সমালোচনা করলেন শহরের টাটা কালিবাড়ির নির্যাতিতা সোমা মজুমদার৷
বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সম্পাদিকা তথা টাটা কালিবাড়ির নির্যাতিতা সোমা মজুমদার বলেন, তৎকালীন সময়ে সুদীপ রায়বর্মণ বিরোধী দলের বিধায়ক হিসেবে থেকে রাজধানীর টাটা কালিবাড়ি এলাকার নির্যাতনের ঘটনায় কোনও সহযোগিতা করেননি৷ বরং, ওই সময় মামলা প্রত্যাহার করে নিতে পরোক্ষভাবে হুমকি দিয়েছেন৷ শুধু তা-ই নয়, নির্যাতনকারীদের সহযোগিতা করেছেন তিনি৷ সোমা মজুমদারের অভিযোগ, নির্যাতনকারীদের আইনজীবী ঠিক করে দিতে সহযোগিতা করেছেন সুদীপবাবু৷ অথচ এখন বর্তমান সরকারের আমলে নারী নির্যাতনের ঘটনা রদ করতে মিছিলের ডাক দিয়েছেন তিনি৷ তিনি সুদীপ রায়বর্মণের উদ্দেশ্যে প্রশ্ণ ছুঁড়ে দিয়ে জানতে চান, তখন কোথায় ছিলেন আপনি? আমার জন্য এগিয়ে আসেননি কেন? অথচ আজ নারীর জন্য মাঠে নামতে পারছেন! কার্যত সোমা মজুমদার নারী নির্যাতন ইস্যুতে বিধায়ক সুদীপ রায়বর্মণের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছেন৷ তাছাড়া স্বদলীয় হয়েও বিজেপির বিরুদ্ধে সুদীপবাবু ষড়যন্ত্র করছেন বলেও সোমা মজুমদার তোপ দাগেন৷
বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, আজ কোনও বিচারের জন্য মিছিলের ডাক দেওয়া হয়নি৷ কারণ ত্রিপুরায় এখন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে শাসনে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে না৷ অথচ ত্রিপুরায় নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে দাবি করে নতুন একটি মঞ্চ গঠন হয়েছে৷ পাপিয়া দত্তের কথায়, বাম আমলে টাটা কালিবাড়ির ঘটনায় বর্বরতা চরম সীমায় পৌঁছেছিল৷ কিন্তু সেদিন নির্যাতিতার পাশে দাঁড়াননি আজকের নারীদরদিরা৷ তিনিও প্রশ্ণ ছুঁড়ে দিয়ে জানতে চান, সেদিন কেন টাকার বিনিময়ে নির্যাতনের ঘটনায় আপস করার প্রস্তাব দেওয়া হয়েছিল একজন নারীকে? পাপিয়া বলেন, বিজেপি মহিলা মোর্চার প্রদেশ সম্পাদিকা সোমা মজুমদার সেদিন নির্যাতিত হয়েছিলেন৷ কিন্তু তাঁর পাশে তখন কেউ দাঁড়াননি৷ আজ তাই তাঁর ডাকে মিছিলে পা মেলাতে হাজির হয়েছি আমরা, বলেন পাপিয়া দত্ত৷ এদিকে, মিছিল শেষে সভায় সমসুরে বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণের বিরুদ্ধে গর্জে ওঠেন নারীনেত্রীরা৷ সাথে নারী নির্যাতন ইস্যুতে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলায় অঙ্গীকারবদ্ধ হন তাঁরা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?