করোনায় একদিনে যুক্তরাষ্ট্রে ৩৩৭৬ মৃত্যু

অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক সংক্রমণের পাশাপাশি মৃত্যুর মিছিলও দীর্ঘায়িত হচ্ছে। দেশটিতে ফের একদিনে তিন হাজারের বেশি মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সংক্রমিত হয়েছে ১ লাখ ৯৯ হাজারের বেশি। আগের দিন ২ লাখের বেশি সংক্রমিত হলেও মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৯৭৮ জন।

একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে প্রায় ১৪শ’। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৬ লাখ ৫ হাজারের মতো বেড়েছে। একই সময়ে মারা গেছে ১৩ হাজার ১৮০ জন। এনিয়ে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৭ কোটি ৮৩ লাখ ৬২ হাজারে দাঁড়িয়েছে। মারা গেছে ১৭ লাখ ২৩ হাজার ৮৩২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫ কোটি ৫১ লাখ ২৩ হাজারের বেশি রোগী। অন্যদিকে করোনার নতুন ধরনে যুক্তরাজ্যে সংক্রমণ বেড়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৭ হাজারের মতো সংক্রমিত হয়েছে। একই মারা গেছে ৬৯১ জন। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় দ্বিগুণের বেশি বেড়েছে সংক্রমণ। দেশটিতে নতুন করে ৫৫ হাজার ৭৯৯ জন সংক্রমিত হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ২৫ হাজার ৬২১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯৬৩ জন। আগের দিন মারা যায় ৫৪৯ জন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?