অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। থলাইভির শ্যুটিংয়ের শেষ পর্যায়ের কাজ করছেন কঙ্গনা রানাউত। ফলে কখনও হায়দরাবাদ আবার কখনও চেন্নাইতে সময় কাটাচ্ছেন বলিউড কুইন। তার মাঝেই এবার নতুন ছবি শেয়ার করলেন কঙ্গনা। যেখানে সমুদ্রের পাড়ে লাল, কালো রঙের বিকিনি পরে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। কঙ্গনা জানান, এই বিকিনি পরা ছবিটি মেক্সিকোয় তোলা। মেক্সিকোর টুলুং দ্বীপে গিয়ে তিনি এই ছবি তুলেছিলেন।
এখনও পর্যন্ত যেখানে যেখানে গিয়েছেন,তার মধ্যে পছন্দের অন্যতম জায়গা হল মেক্সিকো। যে জায়গা সম্পর্কে আগে থেকে কিছুই বলা যায় না বলে মন্তব্য করেন কঙ্গনা। তবে এ বার অবশ্য নতুন কোনও বিতর্কের সূত্রপাত করেননি নায়িকা। বরং পোস্ট করেছেন একটি বোল্ড ছবি। অভিনেত্রীর ওই ছবি পুরনো হলেও, তা প্রকাশের সঙ্গে সঙ্গে মন কেড়ে নেয় নেটিজেনদের। পুরনো ছবি দেখেই কঙ্গনাকে ভালবাসা জানাতে শুরু করেন তাঁর অনুরাগীরা।