অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। শুক্রবার অর্থাৎ ২৫ ডিসেম্বর ছয় রাজ্যের কৃষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বড়দিনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় নয় কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮ হাজার কোটি টাকা দেবেন। অনলাইন ব্যবস্থায় বা ডিজিটাল মাধ্যমে প্রধানমন্ত্রী কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা পাঠাবেন। চলতি কৃষক আন্দোলনের নিরিখে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানাবেন কৃষকরা। একই সঙ্গে কৃষকদের উন্নতির জন্য মোদি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল সম্পর্কেও তাঁরা প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। এরই মধ্যে কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি- হরিয়ানার সিংঘু সীমান্তে কৃষকদের আন্দোলন চলছে। এই আন্দোলন ২৮ দিনে পা দিয়েছে। কৃষকরা তিন কৃষি আইন বাতিলের দাবিতে অনড়।
অন্যদিকে প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন, কৃষকদের স্বার্থেই নতুন আইন তৈরি করা হয়েছে। এই আইনের ফলে কৃষকদের সামনে অনেক বৃহত্তর বাজারের সম্ভাবনা খুলে যাবে। তাঁরা যেখানে সবচেয়ে বেশি দাম পাবেন সেখানেই ফসল বিক্রি করতে পারবেন। ন্যূনতম সহায়ক মূল্য কৃষকরা নিশ্চিতভাবেই পাবেন। কিন্তু কৃষকদের বিরোধীরা ভুল বোঝাচ্ছেন। তাই তাঁরা আন্দোলনের পথে নেমেছেন। কৃষকদের এই সমস্যা মেটাতে ফের আন্দোলনে বসার প্রস্তাব দিয়েছে সরকার। তবে কোথায়, কবে এবং কখন এই বৈঠক হবে তা এখনও চূড়ান্ত হয়নি।