অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। করোনা ভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে গোটা বিশ্বেই তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে ব্রিটেন-সহ ইউরোপের কয়েকটি দেশে করোনা ভাইরাস নিয়ে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। কারণ এই ভাইরাস বর্তমান ভাইরাসের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক। এই মিউট্যান্ট করোনা ভাইরাস রুখতে কর্নাটক সরকার নাইট কারফিউ জারি করার সিদ্ধান্ত নিল। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, আপাতত ২ জানুয়ারি পর্যন্ত রাজ্যে নাইট কারফিউ বলবৎ থাকবে। রাত ১০ টা থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে এই কারফিউ।
কারফিউ চলাকালীন অকারণে কোনও মানুষ বাড়ির বাইরে আসতে পারবেন না। সংবাদপত্র, দুধ, ওষুধের মত অত্যাবশ্যক পণ্যের গাড়ি ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ থাকবে। ২ জানুয়ারি পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ নতুন করে নাইট কারফিউয়ের মেয়াদ বৃদ্ধি করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, এই মিউট্যান্ট করোনা ভাইরাস রুখতে এর আগে মহারাষ্ট্র নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। কর্নাটক সরকার এদিন জানিয়েছে, ব্রিটেন থেকে যে সমস্ত যাত্রী বিমানে করে ফিরবেন তাদের দেশে ফেরার ৭২ ঘণ্টার মধ্যেই করোনা পরীক্ষা করাতে হবে।
আরটি-পিসিআর টেস্ট করাতে হবে ব্রিটেন থেকে আগতদের। নাইট কারফিউ ঘোষণা করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, রাজ্যের করনা পরিস্থিতি এখন আর আগের মত উদ্বেগজনক পর্যায়ে নেই। তবে সরকার মানুষের জীবন নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না। সে কারণেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নাইট কারফিউ জারির এই সিদ্ধান্ত। উল্লেখ্য, এর আগে মহারাষ্ট্র সরকার সে রাজ্যে ৫ জানুয়ারি পর্যন্ত নাইট কারফিউ জারি করার কথা ঘোষণা করেছে।