অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর।। এতদিন পর্যন্ত আন্টার্টিকায় করোনা সংক্রমণের কোনও খবর ছিল না। কিন্তু শেষ পর্যন্ত করোনা ভাইরাস পৌঁছে গেল আন্টার্টিকায়। জানা গিয়েছে চিলির রিসার্চ বেসে অনেকের মধ্যেই করোনার সংক্রমণ ছড়িয়েছে। যার মধ্যে ৩৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ। ৩৬ জনের মধ্যে ২৬ জন সেনাকর্মী এবং ১০ জন রক্ষণাবেক্ষণ কর্মী।করোনা আক্রান্তদের সকলকেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে চিলির পুন্টা অ্যারেনায়।
সেখানেই তাঁদের আইসোলেশনে রেখে চলবে চিকিৎসা। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই বন্ধ হয়েছে গবেষণার কাজ। স্পেনের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, জেনারেল বার্নার্ডো ও গিহন্স রিকেলমে গবেষণা কেন্দ্রে এই সংক্রমণ ছড়িয়েছে। আন্টার্টিকায় চিলির ১৩টি গবেষণা কেন্দ্র রয়েছে। তার মধ্যে এই জেনারেল বার্নার্ডো ও গিহন্স রিকেলমে গবেষণা কেন্দ্র অন্যতম। জানা গিয়েছে, করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে আন্টার্টিকার সবকটি বড় গবেষণা কেন্দ্র আপাতত কিছুদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওই সমস্ত শিবিরে উপস্থিত গবেষক ও অন্যান্য কর্মীদেরও কড়া নজরদারিতে রাখা হয়েছে। নিয়মিত তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে চিলি সরকার জানিয়ে দিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গবেষণার কাজ বন্ধ থাকবে। করোনা আক্রান্ত হওয়ার খবর জানার সঙ্গে সঙ্গেই যেভাবে আক্রান্তদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেজন্য দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে চিলি সরকার।