অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র জমা দিয়ে মূলস্রোতে ফিরে এসেছে অসমের চারটি জঙ্গি সংগঠনের ৬৪ জন সক্রিয় সদস্য

অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। অত্যাধুনিক আগ্ণেয়াস্ত্র সংবরণ করে মূলস্রোতে ফিরে এসেছে অসমের চারটি জঙ্গি সংগঠনের ৬৪ জন সক্রিয় সশস্ত্র ক্যাডার৷

সোমবার শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র চত্বরে আয়োজিত অস্ত্রসংবরণ করে আত্মসমর্পণ করেছে ইউনাইডেট লিবারেশন ফ্রন্ট অব অসম স্বাধীন (আলফা-স্বা)-এর স্বঘোষিত উপ-সেনাধ্যক্ষ মনোজ রাভা ওরফে দৃষ্টি রাজখোয়া, তার পত্নী লীলা ডি মারাক, বিজয় দাস ওরফে মণ্টু শইকিয়া সহ আলফা (স্বা)-এর ১৮ জন সক্রিয় সদস্য, পিপলস ডেমোক্র্যাটিক কাউন্সিল অব কারবি- লাংপি (পিডিসিকে)-র স্বঘোষিত প্রধান সেনাধ্যক্ষ অইন তেরন ওরফে লখন তেরন, ইউনাইটেড পিপলস রিভলিউশনারি ফ্রন্ট এর স্বঘোষিত সচিব-প্রধান লালমিনথাং গুইতে ওরফে ফ্র্যাংকি ও স্বঘোষিত প্রতিরক্ষা সচিব সিনখামশেম গুইতে ওরফে জভি সহ এই সংগঠনের ৩২ জন সক্রিয় ক্যাডার এবং ডিমাসা ন্যাশনাল লিবারেশেন আর্মি (ডিএনএলএ) -র স্বঘোষিত প্রচার সচিব রিপেন্স গারলোসা ওরফে হাদাইচাক সহ ১৩ জন সক্রিয় সদস্য৷

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসমুক্ত অসম গড়ে রাজ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে৷ হিংসার পথ ছেড়ে শান্তির পথ গ্রহণকারী উগ্রপন্থীদের স্বাভাবিক জীবনে উষ্ণ স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী সনোয়াল৷

তিনি বলেন, শান্তি ছাড়া প্রগতি কখনও সম্ভব নয়, সে যত চেষ্টাই করা হোক না-কেন৷ মূলস্রোতে ফিরে আগত যুবক-যুবতীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমাদেরকে ধবংসের জন্য নয়, নতুন করে দেশ গড়ার কাজে যত্নশীল হতে হবে৷

এক পরিবারভুক্ত মানসিকতায় প্রেম-প্রীতি, সহানুভূতিশীলতার মাধ্যমে বন্ধুত্ব এবং সৌভ্রাতৃত্ববোধের আদর্শে রাষ্ট্র নির্মাণ প্রক্রিয়ায় সকলকে আত্মনিয়োগ করতে হবে৷ এদিন তিনি এখনও যে সকল উগ্রপন্থী আত্মগোপন করে রয়েছেন তাদের যত শীঘ্র সম্ভব মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?