অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। অত্যাধুনিক আগ্ণেয়াস্ত্র সংবরণ করে মূলস্রোতে ফিরে এসেছে অসমের চারটি জঙ্গি সংগঠনের ৬৪ জন সক্রিয় সশস্ত্র ক্যাডার৷
সোমবার শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র চত্বরে আয়োজিত অস্ত্রসংবরণ করে আত্মসমর্পণ করেছে ইউনাইডেট লিবারেশন ফ্রন্ট অব অসম স্বাধীন (আলফা-স্বা)-এর স্বঘোষিত উপ-সেনাধ্যক্ষ মনোজ রাভা ওরফে দৃষ্টি রাজখোয়া, তার পত্নী লীলা ডি মারাক, বিজয় দাস ওরফে মণ্টু শইকিয়া সহ আলফা (স্বা)-এর ১৮ জন সক্রিয় সদস্য, পিপলস ডেমোক্র্যাটিক কাউন্সিল অব কারবি- লাংপি (পিডিসিকে)-র স্বঘোষিত প্রধান সেনাধ্যক্ষ অইন তেরন ওরফে লখন তেরন, ইউনাইটেড পিপলস রিভলিউশনারি ফ্রন্ট এর স্বঘোষিত সচিব-প্রধান লালমিনথাং গুইতে ওরফে ফ্র্যাংকি ও স্বঘোষিত প্রতিরক্ষা সচিব সিনখামশেম গুইতে ওরফে জভি সহ এই সংগঠনের ৩২ জন সক্রিয় ক্যাডার এবং ডিমাসা ন্যাশনাল লিবারেশেন আর্মি (ডিএনএলএ) -র স্বঘোষিত প্রচার সচিব রিপেন্স গারলোসা ওরফে হাদাইচাক সহ ১৩ জন সক্রিয় সদস্য৷
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসমুক্ত অসম গড়ে রাজ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে৷ হিংসার পথ ছেড়ে শান্তির পথ গ্রহণকারী উগ্রপন্থীদের স্বাভাবিক জীবনে উষ্ণ স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী সনোয়াল৷
তিনি বলেন, শান্তি ছাড়া প্রগতি কখনও সম্ভব নয়, সে যত চেষ্টাই করা হোক না-কেন৷ মূলস্রোতে ফিরে আগত যুবক-যুবতীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আমাদেরকে ধবংসের জন্য নয়, নতুন করে দেশ গড়ার কাজে যত্নশীল হতে হবে৷
এক পরিবারভুক্ত মানসিকতায় প্রেম-প্রীতি, সহানুভূতিশীলতার মাধ্যমে বন্ধুত্ব এবং সৌভ্রাতৃত্ববোধের আদর্শে রাষ্ট্র নির্মাণ প্রক্রিয়ায় সকলকে আত্মনিয়োগ করতে হবে৷ এদিন তিনি এখনও যে সকল উগ্রপন্থী আত্মগোপন করে রয়েছেন তাদের যত শীঘ্র সম্ভব মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।