স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ ডিসেম্বর।। দ্বিতীয় জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে জমি অধিগ্রহণের কৃষকদের উপর বঞ্চনা চলছে। কুর্তি, কৈলাশহর, কমলপুর, খোয়াই, তেলিয়ামুড়া হয়ে এই জাতীয় সড়ক নির্মাণ হবে। জমির মূল্য যেখানে কুড়ি থেকে ত্রিশ লক্ষ টাকা। সেই জায়গায় সরকারি ভাবে ধার্য করা টাকার পরিমান তিন লক্ষ টাকা। বাড়ি সমেত উচ্ছেদ হবে প্রায় পনেরো থেকে কুড়িটি পরিবার। নোটিশ করার আগেই মাইকিং করে গাছ ও বাড়ি সরিয়ে নেবার ঘোষণা করা হয়। এই বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করা হবে।
কৃষক পরিবারগুলি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এল এ জজ ও ট্রাইবুনালের কাছে যাবে কিষান, শ্রমিক, যুব কর্মী সমিতি। সেখানে ব্যর্থ হলে উচ্চ আদালতে মামলা করা হবে। অন্যান্য ইউনিয়নগুলি সঙ্গে কথা বলে সহসাই আগরতলা শহরে আন্দোলন সংগঠিত করতে চলেছে কিষান শ্রমিক যুব কর্মী সমিতি। সোমবার এডভাইজার চৌমুনীস্থিত নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ কথা জানান সমিতির সভাপতি তথা প্রাক্তন পি সি সি সভাপতি বীরজিৎ সিনহা।
এই আন্দোলন কর্মসূচি নিয়ে ইতিমধ্যে বৈঠক হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টি অবগত করা হয়েছে। সহসাই আন্দোলন সংগঠিত করার ঘোষণা দেন তিনি।