নতুন প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। ভারতীয় সড়ক মহিলাদের জন্য সুরক্ষিত। এই বার্তা নিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে সাইকেলে যাত্রা শুরু করলো জ্যোতি রাঙ্গালা। তার পাশাপাশি ভারতের হয়ে গ্রিনিজ বুকে সর্বোচ্চ রেকর্ড করার জন্যও সাইকেলের মাধ্যমে যাত্রা করছে জ্যোতি। ২০১৭ সালে জানুয়ারি মাসে সাইকেল যাত্রা শুরু করে জ্যোতি রাঙ্গালা। কিছু কিলোমিটার সাইকেলিং করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারপর আবার সুস্থ হয়ে ২০১৯ সালে দিল্লি থেকে তার যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত ১৭ হাজার ৮০০ কিলোমিটার যাত্রা করেছে জ্যোতি। জ্যোতির মোট টার্গেট ৩০ হাজার কিলোমিটার পথ পরিক্রমা করা সাইকেলে চেপে । চব্বিশটা রাজ্য শেষ করে ত্রিপুরা তার ২৫ তম রাজ্য। বুধবার রাতে সে আমবাসায় এসে পৌছয়। বৃহস্পতিবার সকালে আমবাসা থেকে রওনা হয় আগরতলার উদ্দেশ্যে। আমবাসায় এসে সে আশ্রয় নেয় এলাকার বিশিষ্ট সমাজসেবী সুখরঞ্জন দাসের বাড়িতে। জানা যায় সে বিনে পয়সায় সাইকেলিং যাত্রা শুরু করে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজসেবীরা এগিয়ে আসে জ্যোতির পাশে। এক কথায় জ্যোতির মূল উদ্দেশ্য ভারতীয় সড়ক এখনো সুরক্ষিত আছে মহিলাদের জন্য। এই বার্তা সাইকেলিং করে বয়ে নিয়ে যাচ্ছে জ্যোতি রাঙ্গালা ।আগরতলা থেকে তিনি যাবেন মেঘালয় হয়ে গৌহাটি। সেখান থেকে সিকিম , পশ্চিমবঙ্গ হয়ে ফিরে যাবেন দিল্লি। ভারতীয় সড়ক মহিলাদের জন্য সুরক্ষিত। তাঁর এই বার্তা আগামী দিনে অন্যান্য মহিলাদের অনুপ্রাণিত করবে তা বলাই বাহুল্য।