স্টাফ রিপোর্টার, আমবাসা, ২১ ডিসেম্বর।। ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চার আমবাসা মণ্ডল কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 25 শে ডিসেম্বর বড়দিনকে সামনে রেখে বিজেপি জনজাতি মোর্চা আমবাসা মণ্ডল কমিটির উদ্যোগে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়।
এদিন আমবাসা ব্লকের বাগমারা এলাকার বিভিন্ন জায়গায় শীতবস্ত্র প্রদান করা হয়। জনজাতি মোর্চার আমবাসা মন্ডল সভাপতি লালফির হালাম বাগমারার বিভিন্ন জায়গায় গিয়ে দুস্থদের হাতে শীত বস্ত্র তুলে দেন। মূলত বড়দিনকে সামনে রেখেই তাদের এই উদ্যোগ। উপস্থিত ছিলেন জনজাতি নেতা ফনি হালাম সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এদিন প্রায় 25 জনের হাতে তুলে দেওয়া হয় এই শীতবস্ত্র।