অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। প্রেমের পড়ার পর চারপাশ সুন্দর মনে হয়। অনুভূতিটাই এমন আসলে। পরস্পরের নানা দোষগুণ সবকিছুর মধ্যেই ভালো লাগা কাজ করে। প্রিয়জনের ছোঁয়ায় অভ্যাস-বদ অভ্যাস সবকিছুই তখন গৌণ হয়ে ওঠে। তবে সময়ের তাড়নায় এমন কিছু বাস্তবতা হাজির হয়, যা কখনো ভাবাই হয়নি এতদিন। প্রেমে পড়ে দুজনে যতই হাওয়ায় উড়ে বেড়ান না কেন বাস্তব জীবন কিন্তু রূপকথার কোনো রাজ্য নয়।
প্রত্যেকেরই প্রকৃতিজাত কিছু বৈশিষ্ট্য আছে, জিনগত বা উত্তরাধিকার সূত্রে সেটি হতে পারে। আপনি হয়তো সিনেমার মতো মনে করতে পারেন প্রতিদিনই আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে, কিন্তু আদতে তা সম্ভব হয় না। তার মানে এ নয় যে তার ভালোবাসা আগের চেয়ে কমে গেছে। প্রেমের দিনগুলোতে কথায় মুখর থাকতেন দুজনেই। কিন্তু বিয়ের পর এসে সেখানে পড়বে ছেদ। দিনের অনেক সময় থাকবে যেখানে দুজনেই কেউ কারও সঙ্গে কথা বলছেন না।
এর মানে এই নয় যে পরস্পরের মধ্যে অনুভূতির ছেদ পড়েছে। প্রেমের সময় একে অপরের সামনে নিজেকে সুন্দর, মার্জিত ও পরিপাটি হিসেবে উপস্থাপন করে থাকে। গায়ে সুগন্ধি মাখা বা অলংকার পরে যাওয়া তো একেবারেই স্বাভাবিক। কিন্তু বাস্তবে আপনি হয়তো কিছুটা অগোছালো, ঠিকঠাক মতো বিছানাও গোছানো হয়ে ওঠে না। ঘরের মধ্যে নিশ্চয় আপনার সঙ্গী সারাক্ষণ সুগন্ধি মেখে থাকেন না গায়ে বা অলংকার পরেও ঘোরেন না। একসঙ্গে থাকতে গেলে সঙ্গীর এমন কোনো বদ অভ্যাসের সঙ্গেও আপনার পরিচিত ঘটতে পারে, যা কখনো কল্পনাই করেননি।
রাতে ঘুমাতে গিয়ে হয়তো অপরপাশ থেকে শুনলেন বিকট নাক ডাকার শব্দ। অথবা এমনও হতে পারে তার গায়ে গন্ধ আপনার ঠিকঠাক সইছে না কিংবা তার বদহজমের সমস্যা আছে ফলে দুর্গন্ধযুক্ত বাতাস ছাড়ে পেট থেকে। শুরুতে বলা হয়েছে, প্রেমের সময় থেকে দাম্পত্য জীবনের মধ্যে বেশ ফারাক। এখানে এমন অনেক বাস্তবতার মুখোমুখি হতে হয়, যা প্রথম প্রথম হয়তো মেনে নিতেও কষ্ট হবে আপনার।
তবে একটি সুখী সম্পর্কের জন্য সঙ্গীর কিছু অভ্যস্ততা পরস্পরকে সইয়ে যেতে হয়। আবার অনেক ক্ষেত্রে সেটি পারস্পরিক আলাপ-আলোচনা করেও ঠিক করে নেওয়া যায়। এমন অনেক আচরণগত সমস্যা আছে, যা হয়তো আপনি নিজেই জানতেন না। সেটি কীভাবে কাটানো যায় সে ব্যাপারে সঙ্গীর সহায়তাও নিতে পারেন।