অনলাইন ডেস্ক, ২১ ডিসেম্বর।। গুরুতর অসুস্থ অভিনেতা মিঠুন চক্রবর্তী। সংবাদসংস্থা সূত্রে খবর, কাশ্মীরে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির শুটিং চলাকালীন মসৌরিতে অসুস্থ হয়ে পড়েন মিঠুন। জানা গিয়েছে, মিঠুনের পেটে সংক্রমণ ধরা পড়েছে, ফলে আপাতত বন্ধ রয়েছে সিনেমার শুটিং। ছবির পরিচালক জানিয়েছেন, ছবির একটি বড় দৃশ্যের শুটিং চলছিল মসৌরিতে।
কাজে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য অসুস্থ অবস্থাতেই শুটিং করছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা। যন্ত্রণার চোটে নাকি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি। কিন্তু তা নিয়েই শট দেন তিনি। শুটিং ইউনিটের সদস্যরা জানিয়েছেন মহাগুরু নাকি তাঁদের জানিয়েছেন, এরকম কষ্ট তাঁর কোনও দিন হয়নি। আপাতত বিশ্রামে রয়েছেন অভিনেতা। ২০২১ সালে মুক্তি পাওয়ার কথা ‘দ্য কাশ্মীর ফাইলস’ এর।