স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ ডিসেম্বর।। জোট সরকারের আমলে আবারো আক্রান্ত সাংবাদিক। যা গোটা দেশে গত আড়াই বছরে নিন্দার শীর্ষ স্থান দখল করেছে রাজ্য। রবিবার বামদের কনভেনশন হামলা শাসকদলের দুষ্কৃতীদের। আহত বেশ কয়েকজন। বিজেপি দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পায়নি সাংবাদিক পর্যন্ত। উল্লেখ্য, এদিন খয়েরপুরের প্রাক্তন বিধায়ক পবিত্র করের বাড়িতে ছিল কনভেনশন। এলাকার শাসক দলের দুষ্কৃতীরা রড লাঠি নিয়ে হামলা চালায় কনভেনশনে।
ঘটনাস্থলে আহত হয় ৩ জন বিরোধী দলের কর্মী। আহতরা হলো পিলাক দাস, রতন দাস এবং অপর একজনের নাম জানা যায় নি। পরবর্তী সময় আহতদের দমকল কর্মীরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। তবে এদিন হামলায় যদি পাল্টা প্রতিরোধ করা না যেত তাহলে বঢ় ক্ষতি হতো বলে জানিয়েছেন প্রাক্তন বিধায়ক পবিত্র কর। তিনি আরো জানান এ ধরনের হামলা হচ্ছে সম্পূর্ণ কাপুরুষত্ব বলে জানান। শাসকদলের এদিনের হামলায় আহত হয়েছেন সাংবাদিকও।
আহত চিত্র সাংবাদিকের নাম প্রাণগোপাল আচার্য। এদিন চিত্র সাংবাদিক ছবি সংগ্রহ করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। শাসক দলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে চিত্র সাংবাদিককে ছবি সংগ্রহ করতে বাধা দেয়। মারধর করে। মামলা করা হয় বোধজং থানায়।