অনলাইন ডেস্ক, ২০ ডিসেম্বর।। হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে আদালতে সিবিআই চার্জশিট পেশের পর চাপ বাড়ছে নির্যাতিতার পরিবারের উপর। আতঙ্কে গ্রাম ছাড়তে চাইছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। উল্লেখ্য, গত শুক্রবার হাথরাসে দলিত যুবতীকে ধর্ষণের ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই, সেখানে ওই যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনাকে সত্যি বলা হয়েছে।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, আদালতে সিবিআই এই চার্জশিট জমা দেওয়ার পরেই তাদের হুমকি দেওয়া হচ্ছে অভিযুক্ত চার যুবকের পরিবারের তরফ থেকে। নির্যাতিতার পরিবার জানিয়েছে, ‘অভিযুক্তদের পরিবার খুবই প্রভাবশালী। গ্রামে আর বেশি দলিত পরিবারও নেই। তাঁরা ঝামেলা এড়িয়ে চলেন।
গ্রামের বেশিরভাগ পরিবারই উচ্চবর্ণের। সিবিআই চার্জশিট পেশের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।’আপাতত নির্যাতিতার পরিবারকে নিরাপত্তা দিচ্ছে সিআরপিএফ। কিন্তু নির্যাতিতার দাদা বলেছেন, এই নিরাপত্তা আর ক’দিন থাকবে? তাই সরকার দিল্লিতে তাদের বাড়ি দেখে দিলে, তাঁরা দিল্লিতে গিয়ে থাকবেন গ্রাম ছেড়ে