অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। রাজস্থানের দল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ছিল কেন্দ্রের এনডিএ সরকারের শরিক। যে কারণে আরএলপি সাংসদ তথা দলের আহ্বায়ক হনুমান বেনিওয়াল ছিলেন তিনটি সংসদীয় কমিটির সদস্য। আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে ওই তিন সংসদীয় কমিটি থেকে ইস্তফা দিলেন বেনিওয়াল। এনডিএ জোট সরকারের অন্যতম শরিক আরএলপি। কিন্তু তারা প্রথম থেকেই আন্দোলনকারী কৃষকদের পক্ষে কথা বলেছে। রাজস্থানের নাগাউর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন হনুমান বেনিওয়াল।
শনিবার সন্ধ্যায় এই সাংসদ বলেন, সংসদের যেসব কমিটিতে আমি রয়েছি সেখানে একাধিকবার জনস্বার্থ বিষয়গুলি আলোচনা জন্য তুলেছি। কিন্তু দুঃখের বিষয় ওই সব ইস্যুতে সরকার কোনও ব্যবস্থা নেয়নি। আমার বক্তব্যকে যদি ধর্তব্যের মধ্যেই না আনা হয় তাহলে ওই সংসদীয় কমিটি রাখার অর্থ কি? তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রায় মাসখানেক ধরে আন্দোলন করছেন কৃষকরা। সরকার তাদের কথায় কর্ণপাত করছে না। আমি নিজেও বারবার সরকারকে কৃষকদের সমস্যা সমাধান করতে অনুরোধ করেছি। কিন্তু আমার কথা কোনও গুরুত্ব পাচ্ছে না তাহলে ওই সংসদীয় কমিটিতে থাকার কি প্রয়োজন? সে কারণেই আমি তিন সংসদীয় কমিটি থেকে ইস্তফা দিচ্ছি।
উল্লেখ্য পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং শিল্প দফতরের সংসদীয় কমিটির সদস্য ছিলেন বেনিওয়াল। কৃষকদের আন্দোলনকে শুরু থেকেই সমর্থন করছেন বেনিওয়াল। তাঁর দাবি, কেন্দ্রের উচিত তিনটি কৃষি আইন বাতিল করা এবং স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করা। কিন্তু সরকার কোনও অবস্থাতেই এই দুই কাজ করবে বলে মনে হচ্ছে না। সরকারের এই অন্যায় কাজের প্রতিবাদ জানাতে ২৬ ডিসেম্বর তাঁর দল আরএলপি দুই লাখ চাষী ও যুবকদের নিয়ে দিল্লিতে কৃষক আন্দোলনে যোগ দেবে।