স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৯ ডিসেম্বর।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন আড়ালিয়ার একতা সংঘের ৫০ বছর পূর্তি উপলক্ষে শনিবার এক মহতী রক্তদান শিবির সংগঠিত করা হয়।রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।রক্তদান শিবির কে কেন্দ্র করে একতা সংঘের সদস্য সদস্য সহ অন্যান্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।
একতা সংঘের ৫০বছর পূর্তি উপলক্ষে এলাকার প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রবীণ নাগরিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট চলছে।এই সঙ্কটজনক পরিস্থিতিতে রক্তদান শিবির সংগঠিত করা একতা সংঘের প্রত্যেক সদস্য সদস্য এবং কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ডাক্তার মানিক সাহা।পাশাপাশি এলাকার প্রবীণ নাগরিকদের সম্মাননা জ্ঞাপন এর বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এক অনন্য নজির স্থাপন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।অন্যান্য ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা এবং সমাজসেবী সংস্থাগুলিকে এ ধরনের গঠনমূলক কাজে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।