অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। বায়োএনটেক ও তাদের মার্কিন অংশীদার ফাইজারের টিকা ২৩ ডিসেম্বর থেকে দিতে চায় জার্মানি। জার্মানিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। মৃতদের মধ্য বেশির ভাগই প্রবীণ। জার্মানির ডের স্পিগেল পত্রিকা জানিয়েছে, কঠোর লকডাউন আগে থেকে জারি করা হলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব হতো।
জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়ান স্পান গতকাল এক সংবাদ সম্মেলনে টিকা কমিশন গঠন করার কথা জানিয়েছেন। এই কমিশন ইতিমধ্যে জার্মানিতে বিভিন্ন পর্যায়ে কাদের টিকা দেওয়া হবে, সেই বিষয়টি নির্ধারণ করেছে।
স্বাস্থ্যমন্ত্রী স্পান বলছেন, প্রাথমিকভাবে বয়স্কদের টিকা দিয়ে সুরক্ষা দেওয়া হবে। প্রবীণ, হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত চিকিৎসক ও নার্স, স্কুল ও কিন্ডারগার্টেনে কর্মরত শিক্ষক ও কর্মীরা এই টিকা অগ্রধিকারভিত্তিতে নিতে পারবেন। জার্মানিতে তৈরি টিকা যুক্তরাজ্যে প্রয়োগের দুই সপ্তাহ পর কেন জার্মানিতে প্রয়োগ করা হবে, তা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। এ ব্যাপারে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী বলেন, যুক্তরাজ্য এখন আর ইউরোপীয় ইউনিয়ন দেশভুক্ত দেশ নয়।
তারা বায়োএনটেকের ও ফাইজারের টিকার নিবন্ধন দ্রুত শেষ করে প্রয়োগ শুরু করেছে। কিন্তু জার্মানি ইইউ জোটভুক্ত দেশ হওয়ায় জোটের নিয়ম মেনে, আমস্টারডামে অবস্থিত ইউরোপীয় মেডিসিন এজেন্সি (এমার) নিবন্ধনের নিয়ম মেনে ইউরোপের ২৭ দেশে একযোগে টিকাটির প্রয়োগ শুরু হবে।