অনলাইন ডেস্ক, ১৯ ডিসেম্বর।। গত কয়েকদিন ধরেই কমছিল দিল্লির তাপমাত্রা। তবে শনিবার সকালে রাজধানীতে পারদ তিন ডিগ্রিতে নেমে আসে। চলতি শীতের মরশুমে এখনও পর্যন্ত এটাই দিল্লিতে পারদের সবচেয়ে বেশি পতন। প্রবল ঠান্ডা, সঙ্গে কনকনে হাওয়া। তাই এদিন সকালে রাস্তাঘাট ছিল প্রায় শুনশান। রাস্তার ধারে চায়ের দোকানগুলির সামনে মানুষকে আগুন পোহাতে দেখা গিয়েছে। দোকান বাজারেও তেমন ভিড় ছিল না। আবহাওয়া দফতর জানিয়েছে, বেলার দিকে তাপমাত্রা কিছুটা বাড়বে। মৌসম ভবনের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার সকালে সফদরজং পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি কম।
সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রির কাছে। আয়ানগর পর্যবেক্ষণ কেন্দ্র এবং লোধিরোড পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ৩.৩ ও ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম হিমালয় তুষারপাত শুরু হওয়ার পর থেকেই রাজধানীতে তাপমাত্রা কমতে শুরু করেছে। শুক্রবার রাতে জাফরপুর পর্যবেক্ষণ কেন্দ্রে এই মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা ২.৭ ডিগ্রি রেকর্ড করা হয়। শুক্রবার রাতে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে।
স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি কম। তবে শুধু দিল্লি নয়, রাজস্থান, হরিয়ানা, পঞ্জাবেও প্রবল শৈত্যপ্রবাহ চলছে।উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের বেশিরভাগ এলাকাতেই চলছে তুষারপাত। তুষারপাতের ফলে এই তিন রাজ্যে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। বেশিরভাগ এলাকাতেই মানুষ ঘরবন্দি থেকেছেন। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বেশ কয়েকদিন এই তিন রাজ্যে তুষারপাত চলবে। ওই সমস্ত রাজ্যে তুষারপাতের ফলে উত্তর ভারতের বিভিন্ন রাজ্য প্রবল শৈত্যপ্রবাহ চলবে।