এটিএম জালিয়াতি করে ৭০ লক্ষাধিক টাকা লুট, কলকাতা থেকে চার হ্যাকারকে রাজ্যে আনল পুলিশ

নতুন প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ অবশেষে রাজ্যে সর্ববৃহৎ এটিএম জালিয়াতি কান্ডে চার জন্য হ্যাকারকে আনতে সক্ষম হলো ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম শাখা৷ তাদের আগামীকাল আদালতে সোপর্দ করবে পুলিশ৷ ওই চারজনকে কলকাতায় বেলঘড়িয়াতে গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ৷ প্রসঙ্গত আগরতলা শহরের বিভিন্ন এটিএম হ্যাক করে ৭০ লক্ষাধিক টাকা লুটে নিয়েছিল হ্যাকাররা৷ ওই হ্যাকিংয়ে তুর্কির বাসিন্দা হাকান জানবুরকান, ফেতাহ আলদেমির এবং দুই বাংলাদেশি নাগরিক মহম্মদ হান্নান ও মহম্মদ রফিকুল ইসলাম যুক্ত রয়েছে৷ তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ গত ১৯ নভেম্বর গ্রেফতার করেছিল৷ এ বিষয়ে ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম শাখার ডিএসপি দীপঙ্কর পাল জানিয়েছেন, আগরতলায় বেশ কয়েকজন গ্রাহকের টাকা এটিএম হ্যাক করে লুটে নিয়েছিল ওই হ্যাকরা৷ তারা মুম্বাই, দিল্লি, কলকাতা এবং গুয়াহাটিতেও এটিএম হ্যাক করে অনেকের টাকা লুটে নিয়েছে৷ পশ্চিমবঙ্গ পুলিশ তাদের গ্রেফতার করার পর সাইবার ক্রাইম শাখার একটি টিম কলকাতায় উড়ে গিয়েছিল তাদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য৷ দীর্ঘ চেষ্টার পর আজ তাদের কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসে আগরতলা আনা হয়েছে৷ দীপঙ্করবাবু আরোও জানিয়েছেন রাতেই তাদের মেডিক্যাল টেস্ট করা হয়েছে৷ আপাতত ওই চারজনকে এনসিসি থানার লকআপে রাখা হয়েছে৷ আগামীকাল তাদের আদালতে সোর্পদ করে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে তিনি জানিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?