স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ ডিসেম্বর।। শুক্রবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ৪৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলা শাখায় ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নিজ হাতে গ্রাহকদের হাতে ঋন প্রদানের চেক তুলে দেন।পরে তিনি জানান ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ১৯৭৬ সালে উদ্বোধন হওয়ার পর থেকে গ্রাহকদের পরিষেবা দিতে নিলস প্রয়াস চালিয়ে যাচ্ছে।
গ্রাহকদের সুবিধার্থে এবং আয় দ্বিগুণ করতে ঋণ প্রদান করে চলেছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আগামী দিনেও রাজ্যবাসী স্বার্থে উন্নত পরিষেবা প্রদান করবে বলে জানান তিনি।