স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ ডিসেম্বর।। আগামী রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে ফোরাম ফর ডেভলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়ার রাজ্য সম্মেলন। এ রাজ্য সম্মেলনে গোটা রাজ্য থেকে প্রায় ৪ শত প্রতিনিধি অংশগ্রহণ করবেন। সম্মেলনে মোট পাঁচটি প্রস্তাব গৃহীত হবে। গঠন করা হবে বিভিন্ন ইউনিট কমিটি।
এই সম্মেলনকে কেন্দ্র করে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের নামাকরণ করা হয়েছে শহীদ সাংবাদিক সুদীপ- শান্তনু ভবন। মঞ্চের নামাকরণ করা হয়েছে ভূপেন দত্ত ভৌমিকের নামে।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন ফোরামের নেতৃত্ব। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক সেবক ভট্টাচার্য, প্রণব সরকার, সৌরজিত পাল সহ অন্যান্যরা।স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ ডিসেম্বর।। আগরতলা প্রেসক্লাবের পরিচালন কমিটির নির্বাচনের আগে একটা বিশেষ পরিস্থিতিতে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি গঠিত হয়েছিল।
যে কর্মসূচির ভিত্তিতে ফোরাম আগরতলা প্রেসক্লাবের নির্বাচনে ভোটারদের কাছে ভোট চেয়েছিল, সেই কর্মসূচির ভিত্তিতে সিংহভাগ ভোটার ফোরামের প্রার্থীদের বিজয়ী করেছে। প্রেসক্লাবের নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা বার্তা পাঠায় ফোরামকে রাজ্যব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য। রাজ্যের সাংবাদিকদের বার্তাকে পাথেয় করে ২০ ডিসেম্বর ফোরামের রাজ্য সম্মেলন করা হবে।
সমগ্র রাজ্য থেকে সাংবাদিকরা সম্মেলনে প্রতিনিধি হিসাবে অংশ গ্রহণ করবে। প্রায় ৪ শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবে। সম্মেলন হবে রবীন্দ্র ভবনে। তবে সম্মেলনের দিনের জন্য রবীন্দ্র ভবনের নাম করন করা হবে শহিদ সাংবাদিক সুদীপ শান্তনু ভবন হিসাবে। যে মঞ্চের সম্মেলন অনুষ্ঠিত হবে সেই মঞ্চের নাম করন করা হয়েছে ভুপেন দত্ত ভৌমিক মঞ্চ।
সম্মেলনে সংগঠনের গঠন তন্ত্রের প্রস্তাব উপস্থাপন করা হবে। এই গঠন তন্ত্র অনুসরণ করে আগামিদিনে জেলা স্তরেও কমিটি গঠন করা হবে। সম্মেলনে ফোরামের পক্ষ থেকে প্রতিবেদন পেস করা হবে। এবং ৫ টি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করা হবে। এই প্রস্তাব গুলির উপর ৮ জেলার প্রতিনিধিরা আলোচনা করবে। এই সম্মেলন থেকে বেশকিছু ইউনিট গঠন করা হবে।
সাংবাদিকদের স্বার্থে কুইক হেলথ কেয়ার ইউনিট গঠন করা হবে। গঠন করা হবে জার্নালিস্ট প্রোটেকশন ইউনিট। এছারা আরও একটি ইউনিট গঠন করা হবে। পাশাপাশি সেই সম্মেলন থেকে গঠন করা হবে রাজ্য কমিটি। সম্মেলনে উপস্থিত থাকার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষা মন্ত্রী ও আগরতলা পুর নিগমের মেয়রকে আমন্ত্রণ জানানো হবে।
শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির কনভেনার সেবক ভট্টাচার্য। সাথে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক তথা ফোরামের সদস্য প্রনব সরকার, ফোরামের সদস্য সৌরজিৎ পাল সহ অন্যান্যরা।