অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। ব্রিটেন, যুক্তরাষ্ট্র টিকার অনুমোদন দিয়ে ব্যবহার শুরু করলেও এখনো বসে রয়েছে চীন। সেই পরিকল্পনার পর্যায়েই রয়েছে তারা।
দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, আগামী বছরের শুরুর দিকে সাধারণ মানুষকে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এই কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।
চীনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এমন কথা জানালেও দেশটিতে এখন পর্যন্ত করোনার কোনো টিকা সাধারণ মানুষের ব্যবহারের জন্য আনুষ্ঠানিক অনুমোদন পায়নি। তবে চীন জরুরি ব্যবহারের জন্য করোনার টিকার অনুমোদন দিয়েছে। কিন্তু এই টিকা সবাই পাচ্ছে না।
সরকারি কর্মকর্তাসহ অগ্রাধিকারে থাকা গোষ্ঠীকে তা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে দেশটিতে এমন অন্তত ১০ লাখ মানুষ এই টিকা পেয়েছে। চীনের পাঁচটি টিকা তৈরিপ্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা যাচ্ছে। তবে কোনো টিকাই নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পায়নি।
শুধু তা-ই নয়, টিকার শেষ পর্যায়ের পরীক্ষার ফলাফলও চীন এখন পর্যন্ত প্রকাশ করেনি। এক প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, চীনা নববর্ষের (লুনার নিউ ইয়ার) ছুটির পর সিচুয়ানে সাধারণ মানুষকে করোনার টিকা দেওয়া হবে।
ওষুধ বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপে যে ভ্যাকসিনগুলো উন্নয়ন করা হয়েছে তা চীনের উন্নয়নকৃত ভ্যাকসিনের আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়ে যেতে পারে।